shono
Advertisement
Jamyang Tsering Namgyal

প্রকাশ্যে সরব হন চিনা আগ্রাসন নিয়ে, লাদাখের সেই সাংসদকে টিকিটই দিল না বিজেপি

নামগিয়াল সংসদে যেমন কংগ্রেসকে তোপ দেগেছেন, তেমন অস্বস্তিতে ফেলেছেন নিজের দল বিজেপিকেও।
Posted: 05:43 PM Apr 23, 2024Updated: 06:12 PM Apr 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে প্রথম ভাষণে কংগ্রেস সরকারকে তুলোধোনা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেই ভাষণের ভিডিও ভাইরাল হয়। রাতারাতি বিজেপির স্টার হয়ে যান লাদাখের সাংসদ জেমিয়াং শেরিং নামগিয়াল (Jamyang Tsering Namgyal)। কিন্তু এবার তাঁকে টিকিটই দিল না দল। গেরুয়া শিবির লাদাখে প্রার্থী করেছে তাশি গয়ালসনকে।

Advertisement

আসলে নামগিয়াল সংসদে যেমন কংগ্রেসকে (Congress) তোপ দেগেছেন, তেমন অস্বস্তিতে ফেলেছেন নিজের দল বিজেপিকেও। লোকসভার অধিবেশনের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দেওয়া ‘তথ্য’ নিয়ে ভিন্নমত প্রকাশ করেছিলেন তিনি। স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন, লাদাখের ভারতীয় ভূখণ্ডে এখনও ঘাঁটি গেড়ে রয়েছে চিনা ফৌজ। ভারতীয় কৃষকরা নিজেদের রুজিরুটির জন্য সীমান্তে গেলে তাঁদের বাধা দিচ্ছে তারা। তার পরই টিকিট কাটা হল নামগিয়ালের।

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]

যদিও বিজেপি (BJP) সূত্রের খবর, নামগিয়ালের থেকে প্রার্থী হিসাবে তাশি গয়ালসনের জয়ের সম্ভাবনা বেশি। সেকারণেই নামগিয়ালকে টিকিট দেওয়া হয়নি। এর নেপথ্যে অন্য কোনও কারণ নেই। গয়ালসন তিনি বিজেপি নিয়ন্ত্রিত স্বশাসিত লাদাখ পার্বত্য পরিষদের চেয়ারম্যান তথা সিইও। তাছাড়া নামগিয়ালের উপর বৌদ্ধরা ক্ষুব্ধ। কার্গিলের মুসলিম সমাজও সন্তুষ্ট নয়।

[আরও পড়ুন: ভোট চাই ‘রামচন্দ্র’র, করজোড়ে জনতার দরবারে ‘সীতা-লক্ষ্মণ’]

সোনম ওয়াংচুকের আন্দোলনের পরবর্তী অধ্যায়ে দেশের উত্তরতম লোকসভা কেন্দ্রে যথেষ্ট চাপে বিজেপি (BJP)। সাংসদ জাময়াং শেরিং নামগিয়াল, লাদাখের বিজেপি সভাপতি ফুনচক স্টানজিন প্রত্যেকের গলাতেই একই ধরনের সুর–আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) কারা জিতবে, বলা মুশকিল। এই পরিস্থিতিতে প্রার্থী বদলে বাধ্য হলে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংসদে প্রথম ভাষণে কংগ্রেস সরকারকে তুলোধোনা করেছিলেন।
  • সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেই ভাষণের ভিডিও ভাইরাল হয়।
  • রাতারাতি বিজেপির স্টার হয়ে যান লাদাখের সাংসদ জেমিয়াং শেরিং নামগিয়াল।
Advertisement