সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। হলও তাই। আম আদমি পার্টির (AAP) সঙ্গে আসনরফা ঘোষণার সঙ্গে সঙ্গেই অসন্তোষের সুর শোনা গেল কংগ্রেসের (Congress) অন্দরে। দলের সিদ্ধান্ত অসন্তোষ প্রকাশ করলেন একদা কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার আহমেদ প্যাটেলের মেয়ে মুমতাজ প্যাটেল।
আহমেদ প্যাটেল (Ahmed Patel) জীবিত থাকাকালীন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার হিসাবে পরিচিত ছিলেন। বলা হত, সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) মুখ আহমেদ প্যাটেল। গান্ধী পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠদের মধ্যে একজন ছিলেন গুজরাটের এই কংগ্রেস নেতা। বলা হত, কংগ্রেসে কোনও সিদ্ধান্ত আহমেদ প্যাটেলের সম্মতি ছাড়া নেওয়া হয় না। আহমেদ প্যাটেলের মৃত্যুর পর তাঁর মেয়ে মুমতাজ এবং ছেলে ফয়সল আহমেদ কংগ্রেসি রাজনীতিতে সক্রিয়। মুমতাজ এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) বাবার পুরনো কেন্দ্র ভারুচ থেকে লড়তেও চেয়েছিলেন। কিন্তু আপের সঙ্গে আসন সমঝোতার দরুন গুজরাটের ওই আসনটি কংগ্রেসের হাতছাড়া হয়েছে।
[আরও পড়ুন: শুধু মন্দিরই দেবে কর! কংগ্রেসের কর্নাটকে ‘হিন্দু বিরোধী’ বিল আটকে দিল বিজেপি]
রফা অনুযায়ী, গুজরাটের ২৪টি আসনে লড়বে শতাব্দীপ্রাচীন দলটি। আপ লড়বে ভাবনগর ও ভারুচে। অর্থাৎ আহমেদ প্যাটেলের পুরনো কেন্দ্রটিতে কংগ্রেসের প্রার্থী থাকবে না। তাতেই ক্ষুব্ধ মুমতাজ প্যাটেল। নিজের হতাশা গোপন করেননি তিনি। টুইটে হাইকম্যান্ডকে নিশানা করে দলীয় কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন মুমতাজ প্যাটেল (Mumtaz Patel)।
[আরও পড়ুন: ‘ডার্ক ওয়েবে অবৈধ লীলা খেলা চালায় সুপারস্টাররা! কেন্দ্র পদক্ষেপ করুক’, কঙ্গনার নিশানায় কারা?]
আহমেদ প্যাটেলের কন্যার পোস্ট, “ভারুচ জেলার কংগ্রেস নেতাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। জোটে ভারুচ লোকসভা কেন্দ্রটি আমরা পাইনি। আপনাদের মতো আমিও হতাশ। তবে একসঙ্গে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। আহমেদ প্যাটেলের ৪৫ বছরের লিগ্যাসি এভাবে জলে যেতে দেব না।” মুমতাজ একা নন, ভারুচ আসনটি হাতছাড়া হওয়ায় গুজরাটের সাধারণ কংগ্রেস কর্মীদের মধ্যেও হতাশা ধরা পড়ছে, এমনটাই খবর স্থানীয় সূত্রে।