shono
Advertisement
PM Modi

এনডিএর জয়, 'শক্তি খুইয়ে' দেশবাসীকে ধন্যবাদ মোদির

টানা তৃতীয়বার সরকার গড়ার পথে এনডিএ।
Published By: Anwesha AdhikaryPosted: 07:41 PM Jun 04, 2024Updated: 11:26 PM Jun 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার সরকার গড়ার পথে এনডিএ। 'অভূতপূর্ব' এই সাফল্যের পর দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দিনে দেশবাসীর সমস্ত আশা পূরণ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে ৩৫৩টি আসন পেয়েছিল এনডিএ। কিন্তু এবারের নির্বাচনে এখনও তিনশো পেরতে পারেনি জোট। 

Advertisement

[আরও পড়ুন: ভোটের গণিতে হার, তবু এনডিএ-র নাভিশ্বাস তুলে ‘বাজিগর ইন্ডিয়া জোট

অবকি বার চারশো পারের ডাক দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিল বিজেপি। দেশজুড়ে প্রচারে ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi) স্বয়ং। মার্চ, এপ্রিল ও মে মাসের প্রচণ্ড গরমেও ৭৫ দিন ধরে দেশজুড়ে ২০৬ নির্বাচনী প্রচার করেছেন। মন্ত্রিসভার একাধিক সদস্যও প্রচার করেছেন দেশজুড়ে। কিন্তু এত চেষ্টাও সেভাবে সফল হল না। এনডিএ জিতলেও, চারশো আসন জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। তিনশো পেরতেও পারল না বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতাও মেলেনি তাদের। 

তবে এই ফলাফলকে(Lok Sabha Election Result 2024) দেশবাসীর আস্থার প্রতিফলন হিসাবেই দেখছেন প্রধানমন্ত্রী। ফলপ্রকাশের পর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, টানা তৃতীয়বার এনডিএর উপরে ভরসা রেখেছেন আমজনতা। এই অভূতপূর্ব সময়ে দেশবাসীকে ধন্যবাদ। আগামী দিনে দেশবাসীর সমস্ত আশা-আকাঙ্খা পূরণ করবেন বলেও এই পোস্টে লিখেছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানিয়েছেন দলীয় কর্মীদেরও। 

[আরও পড়ুন: উধাও মোদি ম্যাজিক, দেশের রায়ে রেকর্ড ধস দালাল স্ট্রিটে, কোন পথে শেয়ার বাজার?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৯ সালে ৩৫৩টি আসন পেয়েছিল এনডিএ। কিন্তু এবারের নির্বাচনে এখনও তিনশো পেরতে পারেনি জোট। 
  • অবকি বার চারশো পারের ডাক দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিল বিজেপি।
  • টানা তৃতীয়বার এনডিএর উপরে ভরসা রেখেছেন আমজনতা। এই অভূতপূর্ব সময়ে দেশবাসীকে ধন্যবাদ।
Advertisement