shono
Advertisement
Odisha

বিদেশিনীর ঊরুতে জগন্নাথের ট্যাটু! শোরগোল পড়তেই ওড়িশায় দায়ের ফৌজদারি মামলা

ইতিমধ্যে অভিযুক্ত বিদেশিনীকে চিহ্নিত করা হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 08:20 PM Mar 03, 2025Updated: 08:32 PM Mar 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বিদেশি মহিলা পর্যটকের ঊরুতে প্রভু জগন্নাথদেবের ট্যাটু। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে। সোশাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরেই সক্রিয় পুলিশ। কয়েক জন ভক্তের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে ভুবনেশ্বরের শহিদনগর থানায় রুজু হয়েছে মামলা।

Advertisement

হিন্দু ধর্মের অন্যতম তীর্থভূমি ওড়িশা। নেপথ্যে ইষ্টদেবতা প্রভু জগন্নাথ। যিনি নীলাচলের রাষ্ট্রদেবতাও বটে। এহেন ভগবানের অপমানে রাতের ঘুম উড়েছে পুলিশের। ইতিমধ্যে অভিযুক্ত বিদেশিনীকে চিহ্নিত করা হয়েছে। তিনি ভুবনেশ্বরে কর্মরত বলে জানা গিয়েছে। যে বিউটি পার্লারে ওই ট্যাটু করিয়েছিলেন মহিলা সেটিরও খোঁজ মিলেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় এফআইআর করা হয়েছে।

একদিকে যখন অভিযুক্ত বিদেশিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, সেই সময় সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছেন ওই মহিলা এবং অভিযুক্ত বিউটি পার্লার। গত মে মাসে বিজেপি ক্ষমতা দখল করেছে ওড়িশায়। সেই 'কলিঙ্গ দেশে' ধর্মীয় অবমাননার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিন্দু ধর্মের অন্যতম তীর্থভূমি ওড়িশা। নেপথ্যে ইষ্টদেবতা প্রভু জগন্নাথ।
  • গত মে মাসে বিজেপি ক্ষমতা দখল করেছে ওড়িশায়।
Advertisement