সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বমেহন কিংবা পর্নোগ্রাফি দেখাকে অনৈতিক মনে করে সমাজ। যদিও স্বমেহন কিংবা পর্নোগ্রাফি দেখা কোনও ‘অপরাধ’ নয় বলে জানাল আদালত। বিষয়টিকে আইনি ভিত্তি করে বিবাহবিচ্ছদে চাইতে পারেন না স্বামী। একটি বিবাহবিচ্ছেদের মামলায় এমনই রায় দিল মাদ্রাজ হাই কোর্টে।

আদালত সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর এক ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে স্বমেহন ও পর্নোগ্রাফি দেখার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। স্ত্রীর এই আচরণকে ‘নিষ্ঠুরতা’ বলে বিচার চান স্বামী। যদিও নিম্ন আদালতে তাঁর আর্জি খারিজ হয়ে যায়। এরপর হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।
যদিও হাই কোর্ট জানিয়ে দিল, স্ত্রীর পর্নোগ্রাফি দেখা বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে না। পুরুষদের মতোই নারীরাও স্বমেহন করতে পারেন। নারীর যৌন স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে মাদ্রাজ হাই কোর্ট রায়, "আত্মরতি নিষিদ্ধ নয়। পুরুষদের হস্তমৈথুন সর্বজনস্বীকৃত, তা হলে একই কাজ মহিলারা করলে তা অস্বাভাবিক কেন হবে?" আদালত আরও জানিয়েছে, পর্নোগ্রাফির প্রতি আসক্তি ‘খারাপ’ এবং ‘অনৈতিক’। যদিও তা কখনওই বিবাহবিচ্ছেদের জন্য আইনি ভিত্তি হতে পারে না।