shono
Advertisement
Maharashtra

বিনা আলোচনায় আসন সমঝোতা বিজেপি-শিণ্ডের! আঠাওয়ালের অভিযোগে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

আঠাওয়ালের অভিযোগ, তাঁর সঙ্গে প্রতারণা করেছে বিজেপি।
Published By: Anustup Roy BarmanPosted: 02:57 PM Dec 30, 2025Updated: 02:57 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে পুর-পঞ্চায়েত নির্বাচনে একপেশে জয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। ২৮৮টি মহারাষ্ট্র নগর পরিষদ এবং পঞ্চায়েতের মধ্যে ১২৯টির দখল নিয়েছে বিজেপি। এবার সেই ধারা বজায় রাখতে বিএমসি নির্বাচনে আসন সমঝোতা সেরে ফেলল বিজেপি এবং শিণ্ডে নেতৃত্বাধীন শিবসেনা। এরমাঝেই বেসুরো, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের দল আরপিআই।

Advertisement

এক সপ্তাহ ধরে আলোচনার পর, বিজেপি বৃহন্নুম্বাই পুর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনাকে ৯০টি আসন দিতে সম্মত হয়েছে। বিজেপি বাকি ১৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গিয়েছে। যদিও, বিজেপির প্রাথমিক পরিকল্পনা ছিল ১৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা।

বিজেপি প্রথমে শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনাকে ৫০টি আসনে লড়ার প্রস্তাব দেয়। কিন্তু চূড়ান্ত আলোচনার পর, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে তার দলের জন্য ৯০টি আসন ছিনিয়ে নিয়েছেন। মুম্বই বিজেপি ইউনিটের সভাপতি অমিত সাতম বলেছেন, আসন বণ্টন চুক্তি অনুযায়ী, বিজেপি এবং শিবসেনা তাঁদের নিজ নিজ কোটা থেকে কিছু আসন জোটের অন্যদের জন্য বরাদ্দ করবে।

যদিও এই ঘোষণার পরেই বেসুরো সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালেরর দল আরপিআই-এর গলায়। মন্ত্রীর দাবি, তাঁর সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। আঠাওয়ালের অভিযোগ, বিকেল ৪টেয় আসন ভাগাভাগি নিয়ে আলোচনার জন্য দলের সদস্যদের ডাকা হয়। কিন্তু কেউ তাঁদের সঙ্গে আলোচনা করেনি। আঠাওয়ালে বলেন, "আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু কিছুই হয়নি। তাই, আমাদের দলের কর্মীরা খুবই অসন্তুষ্ট, এবং তারা বিএমসি নির্বাচনে ভিন্ন অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্ত আমিও মেনে নেব।"

এর আগের স্থানীয় নির্বাচনে বিরাট জয় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের মন্তব্য, "মোদিজি আমাদের উপর চেয়ে বিশ্বাস রেখেছিলেন, আমাদের নেতা অমিত শাহজি, নাড্ডাজি এবং নবীনজি আমাদের উপর যে আস্থা রেখে ছিলেন তা পূরণ করতে পেরে আমরা খুশি।" আরও বলেন, "প্রথমবার আমি কোনও নেতা বা দলের সমালোচনা করিনি, অভিযোগ করিনি। বরং পরিকল্পনা ব্যাখ্যা করেছিলাম। ১০০% ইতিবাচক প্রচারণ চালিয়েছিলাম। এর ফলস্বরূপ জনগণ পাশে থেকেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিএমসি নির্বাচনে আসন সমঝোতা সেরে ফেলল বিজেপি এবং শিন্ডে।
  • বেসুরো কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের দল আরপিআই।
  • শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাকে ৯০টি আসন দিতে সম্মত হয়েছে।
Advertisement