সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন সিনেমা! আত্মঘাতী তরুণীর শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল শ্মশানে। দাউদাউ করে জ্বলছিল চিতা। আচমকা সেখানে হাজির হন মৃতার প্রেমিক। মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। কেউ কিছু বোঝার আগেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। যদিও বিপদ কিছু ঘটেনি। কারণ শেষ মুহূর্তে তাঁকে ধরে ফেলেন উপস্থিত শ্মশানযাত্রীরা।
এই ঘটনা মহারাষ্ট্রের নাগপুর শহরের। প্রেমিক যুবকের নাম অনুরাগ রাজেন্দ্র মেশ্রাম। বছর সাতাশের ওই যুবক সোমবার বিকেল ৪টে নাগাদ স্থানীয় শ্মশানে হাজির হন। সেই সময় তরুণীর দাহকাজ চলছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনুরাগের। স্থানীয়দের একাংশে মতে প্রেমঘটিত কারণেই আত্মহত্যা করেন তরুণী। অন্যদিকে জানা গিয়েছে, প্রেমিকার আত্মহত্যার খবর পেয়েই নাকি শ্মশানে হাজির হন যুবক। এরপরই জ্বলন্ত চিতার ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি। ওই সময় অনুরাগকে বাঁচানো হলেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, তরুণী প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অনুরাগকে। তাঁকে জেরা করে রহস্য সমাধানের চেষ্টা হচ্ছে। তরুণীর মৃত্যুর নেপথ্যে অনুরাগই কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
