shono
Advertisement
Maharashtra

পণের দাবিতে স্ত্রীর গোপন মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকি! সরকারি অফিসারের বিরুদ্ধে দায়ের অভিযোগ

বেডরুম, বাথরুমে স্পাই ক্যাম লাগানোর অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে।
Published By: Biswadip DeyPosted: 08:13 PM Jul 23, 2025Updated: 08:13 PM Jul 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের এক মহিলা সরকারি অফিসার অভিযোগ করলেন, তাঁর স্বামী বেডরুমে স্পাই ক্যাম লাগিয়েছেন তাঁর গোপন মুহূর্ত রেকর্ড করার জন্য। সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তিনি পণ বাবদ দেড় লক্ষ টাকা দেওয়ার দাবি করেন বলেও অভিযোগ। অভিযুক্ত নিজেও একজন সরকারি আধিকারিক বলে জানা যাচ্ছে।

Advertisement

ঠিক কী অভিযোগ? অভিযোগকারিণীর দাবি, স্বামী তাঁর উপরে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গাড়ির ঋণ বাবদ দেড় লক্ষ টাকা বাকি ছিল ওই ব্যক্তির। সেই টাকা চেয়েই তিনি মারধর করতেন তাঁকে। এবং বেডরুমে লাগিয়ে দিয়েছিলেন স্পাই ক্যামেরা। এমনকী বাথরুমেও। উদ্দেশ্যই ছিল, স্ত্রীর গোপন মুহূর্তের ভিডিও করে রাখার। টাকা না পেলে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিতেন নিয়মিত।

পুলিশ একাধিক ধারায় অভিযোগ দায়ের করে মামলা রুজু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ''দেড় লক্ষ টাকা চেয়ে নিয়মিত চাপ দেওয়া হত ওই মহিলার উপরে। এমনই অভিযোগ। বাপের বাড়ি থেকে ওই টাকা আনতে বলা হয়। তিনি আনতে অসম্মত হলে মারধর করা শুরু হয়।'' শুধু ওই ব্যক্তি নয়, তাঁর মা, তিন বোনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রের এক মহিলা সরকারি অফিসার অভিযোগ করলেন, তাঁর স্বামী বেডরুমে স্পাই ক্যাম লাগিয়েছেন তাঁর গোপন মুহূর্ত রেকর্ড করার জন্য।
  • সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তিনি পণ বাবদ দেড় লক্ষ টাকা দেওয়ার দাবি করেন বলেও অভিযোগ।
  • অভিযুক্ত নিজেও একজন সরকারি আধিকারিক বলে জানা যাচ্ছে।
Advertisement