shono
Advertisement
Maharashtra

মহারাষ্ট্রর স্থানীয় নির্বাচনে জয়জয়কার বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির, টিমটিম করে জ্বলছে কংগ্রেস

বিরোধীরা তীব্র লড়াইয়ের আশা করলেও কার্যক্ষেত্রে সেরকম কিছু দেখা যায়নি।
Published By: Anustup Roy BarmanPosted: 03:29 PM Dec 21, 2025Updated: 03:29 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে চলছে স্থানীয় নির্বাচন। লড়াইয়ে অনেকটা এগিয়ে বিজেপির নেতৃত্বে মহাজুটি। টিমটিম করে জ্বলছে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (এসপি)।

Advertisement

জানা গিয়েছে, ২৪৬ মিউনিসিপাল কাউন্সিল এবং ৪২ নগর পঞ্চায়েতে বর ব্যবধানে এগিয়ে তারা। জানা গিয়েছে, ৬ হাজার ৮৫৯ আসনের মধ্যে, প্রায় ৩ হাজার ১২০ আসমনে এগিয়ে রয়েছে বিজেপি। শিবসেনা এগিয়ে ৬০০ আসনে। ২০০ আসনে এগিয়ে এনসিপি। অন্যদিকে, শিবসেনা (ইউবিটি) এগিয়ে ১৪৫ আসনে। ১০৫ আসনে এগিয়ে কংগ্রেস এবং ১২২ আসনে এগিয়ে এনসিপি (এসপি)। জোট হিসেবে, বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি এগিয়ে মোট ২১৪টি পঞ্চায়েত এবং পুরসভায়। মহা বিকাশ আগাড়ি এগিয়ে ৫২টি তে।

প্রায় এক দশক পরে স্থানীয় নির্বাচন হচ্ছে মহারাষ্ট্রে। ২০২৪ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে মহাজুটি। এরপরেই স্থানীয় নির্বাচনে ফের তাঁদের জয় একপ্রকার নিশ্চিত ছিল। মহারাষ্ট্রে কৃষকদের সঙ্কট বার বার খবরের শিরোনামে উঠে এসেছে। এই অবস্থায়, আর্থিক সহায়তার অভাব, নারী ও কৃষকদের জন্য সরকারের প্রকল্পের আংশিক অর্থ প্রদানের ফলে তীব্র লড়াইয়ের আশা করছিল বিরোধীরা। যদিও কার্যক্ষেত্রে এরকম কিছুই দেখা যায়নি।

অন্যদিকে মহা বিকাশ আগাড়ির প্রচারে জয়ের কোনও ইচ্ছাই খুজে পাওয়া যায়নি বলে দাবি বিশেষজ্ঞদের। কংগ্রেস নেতারা বিদর্ভ এবং মারাঠওয়াড়াতে জোরদার প্রচার চালালেও ময়দানে দেখা যায়নি উদ্ধবের শিবসেনাকে। পাশপাশি নিজেদের আসনের বাইরে বেরোয়নি এনসিপি নেতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রে চলছে স্থানীয় নির্বাচন।
  • অনেকটা এগিয়ে বিজেপির নেতৃত্বে মহাজুটি।
  • টিমটিম করে জ্বলছে কংগ্রেস।
Advertisement