সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা মঞ্চে তাঁর হিজাব টেনে নামিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রতিবাদে এবার চাকরিতেই যোগ দিলেন না বিহারের সেই তরুণী চিকিৎসক।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার ওই চিকিৎসকের চাকরিতে যোগদানের কথা ছিল। কিন্তু তিনি করেননি। বিষয়টি নিয়ে তরুণী চিকিৎসক কিংবা তাঁর পরিবারও মুখ খোলেনি। পাটনা সদরের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগদানের কথা ছিল ওই তরুণী চিকিৎসকের। সেখানকার এক অপর এক চিকিৎসক বলেন, “শনিবার কাজে যোগদানের শেষদিন ছিল। পাঁচ-ছ’জন যোগও দিয়েছেন। কিন্তু ওই তরুণী চিকিৎসক নুসরাত পারভিন আসেননি। কী কারণে তিনি এদিন যোগ দেননি না, তা জানা যায়নি।”
গত সোমবার পাটনায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীশ। সেখানে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল। সেই সময়েই ওই তরুণী মঞ্চে ওঠেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল), হাসিমুখেই নীতীশ তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন। তবে পরক্ষণেই বিহারের মুখ্যমন্ত্রী যা করলেন, তাতে নিন্দার ঝড় রাজনৈতিকমহল থেকে সমাজমাধ্যমে। দেখা যায়, তরুণীর হিজাবে হ্যাঁচকা টান মেরে নামিয়ে দেন নীতীশ। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন ওই তরুণীও! তারপরই মঞ্চ থেকে নেমে যান তিনি। গোটা ঘটনায় নীতীশের নিন্দায় সরব হয় কংগ্রেস এবং আরজেডি।
