সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ বছর ধরে পুলিশের সঙ্গে ‘লুকোচুরি’ খেলার পর গ্রেপ্তার মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা এক খুনের আসামি। বর্তমানে দীপক ভিসের বয়স ৬২ বছর। আটের দশকে যুবক বয়সে এক ব্যক্তিকে খুন করেছিলেন, আরও একজনকে খুনের চেষ্টায় অভিযুক্ত। সেই সময় পুলিশ আটকও করেছিল তাঁকে। কিন্তু জামিনে মুক্ত হন। এর পরই রহস্যজনকভাবে বেপাত্তা হয়ে যান। তিন দশক পর সমাধান হল রহস্যের। কীভাবে খোঁজ মিলল দীপকের?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৮৯ সালে রাজু চিকনা নামের এক ব্যক্তিকে খুনে অভিযুক্ত হয়েছিলে্ন দীপক। ধর্মেন্দ্র সরোজ নামের আরও একজনকে খুনের চেষ্টারও অভিযোগ ছিল। ওই মামলায় পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিলেও ১৯৯২ সালে আদালত জামিন মঞ্জুর করে। জামিনে মুক্ত হওয়ার পরেই ‘ভ্যানিস’ হয়ে যান দীপক। আদালত একের পর এক শুনানির তারিখ দিলেও অভিযুক্তের টিকির দেখা মেলেনি। এর পরে আদালতের নির্দেশে পুলিশ বাড়ি গিয়েও খোঁজখবর করে। তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ২০০৩ সালে দীপককে পলাতক ঘোষণা করে আদালত।
[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে JN.1, সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ দেশে একদিনে আক্রান্তের সংখ্যা]
এক পুলিশ আধিকারিকের বক্তব্য, যখনই কান্ডিভালিতে অভিযুক্তের বাড়িতে পুলিশকর্মীরা যেতেন, তখন স্থানীয়রা জানাতেন, সম্ভবত দীপকের মৃত্যু হয়েছে। যদিও সম্প্রতি অভিযুক্তের স্ত্রীর ফোন নম্বর হাতে আসে পুলিশের। তাতেই পর্দাফাঁস হল। ওই নম্বর ট্র্যাক করেই নালাসোপারা থেকে ৩১ বছর পর দীপক ভিসেকে গ্রেপ্তার করল পুলিশ। ৬২ বছরের অভিযুক্ত এখানকার নতুন ঠিকানায় থাকছিলেন। পেশা হিসেবে গাছ কাটা ও বিক্রির ঠিকা নিতেন। সাব-ইন্সপেক্টর নীতীন সাতাম জানান, শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।