সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন ইস্যুতে সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বৃহস্পতিবার যথাসময়ে সংসদে হাজির হন মহুয়া। তবে এদিন আর সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি।
তাৎপর্যপূর্ণভাবে এদিন মহুয়ার হাতে গোটা তিনেক ব্যাগ ছিল। যার মধ্যে একটি নামী সংস্থার। তিনটি ব্যাগের মধ্যে দুটি বড় মাপের। সচরাচর তৃণমূল সাংসদের হাতে কোনও ব্যাগ থাকে না। থাকলেও একটি ছোট ব্যাগ থাকে। এদিন তিনটি ব্যাগ দেখে অনেকেই নানা অঙ্ক মেলানোর চেষ্টা করছেন। তাহলে কী ব্যাগে করে নথি নিয়ে যাচ্ছেন মহুয়া? নাকি হীরানন্দানির দেওয়া উপহার আছে ওতে? যদিও ওই ব্যাগে কী আছে জানা যায়নি।
[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]
উল্লেখ্য, মহুয়ার এই এথিক্স কমিটিতে হাজিরা দেওয়া নিয়ে বিস্তর নাটক ইতিমধ্যেই হয়েছে। গতকালও এথিক্স কমিটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। চিঠিতে তিনি দাবি করেছেন, গত ২৭ অক্টোবর তিনি কমিটিকে একটি চিঠি লিখে অনুরোধ করেছিলেন তাঁকে ৫ নভেম্বরের পর কোনও তারিখ দেওয়া হোক। কেননা আগে থেকেই বিজয়া দশমী উপলক্ষে তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। কিন্তু কমিটি তাঁর অনুরোধ না রাখায় তিনি বিস্মিত। সংসদে ঘৃণাভাষণে অভিযুক্ত রমেশ বিধুরির (Ramesh Bidhuri) প্রসঙ্গও তুলেছেন মহুয়া।
[আরও পড়ুন: কেজরিওয়ালের হাজিরার দিনই ইডির নজরে দিল্লির আরেক মন্ত্রী, সকাল থেকেই চলছে তল্লাশি]
পালটা মহুয়ার বিরুদ্ধে প্রমাণও জোগাড় করছে সরকার পক্ষ। জানা গিয়েছে, এথিক্স কমিটি (Ethics Committee) ইতিমধ্যেই ৩ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে ফেলেছেন। এমনকী সংসদের ওয়েবসাইটে মহুয়া বিদেশ থেকে কতবার লগ ইন করেছেন সেই তথ্যও জোগাড় করেছে এথিক্স কমিটি। জানা গিয়েছে দুবাই থেকে মহুয়ার আইডিতে মোট ৪৭ বার লগ ইন হয়েছে। সেসব নিয়ে এদিন প্রশ্ন করা হতে পারে তৃণমূল সাংসদকে।