সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-মেলে নজরদারি ইস্যুতে সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সম্ভাব্য নজরদারির সমস্ত প্রচেষ্টা বন্ধ করা হচ্ছে। বেশ কিছুদিন আগেই দেশে নাশকতা রুখতে সোশ্যাল মিডিয়ায় নজরদারির পরিকল্পনা করে কেন্দ্র। জেলাস্তরে নাগরিকদের সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপে নজর রাখার জন্য নতুন পরিকল্পনাটি করেছিল কেন্দ্র।
কেন্দ্রের এই পরিকল্পনা নাগরিকদের গোপনিয়তার অধিকারে হস্তক্ষেপ বলে দাবি করেন মহুয়া। ই-মেল ও সোশ্যাল মিডিয়ার উপর কেন্দ্রের ‘অবৈধ’ নজরদারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্টে মহুয়ার তরফে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। শুনানিতে তিনি দাবি করেন, সরকার যে পরিকল্পনা করছে, তা পুরোপুরি গোপনিয়তার অধিকার খর্ব করে। তাছাড়া, এতে নাগরকিদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয় বলেও দাবি করেন মহুয়ার আইনজীবী। সিংভির সেই যুক্তি কার্যত মেনে নেয় আদাবলত।
[আরও পড়ুন: দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন মনোজ মুকুন্দ নারাভানে, জানুন তাঁর বিষয়ে কিছু অজানা তথ্য ]
মঙ্গলবার সেই মামলার শুনানিতে কেন্দ্র জানিয়ে দেয়, ই-মেলে আর নজরদারি করা হবে না। ই-মেলে নজরদারির জন্য প্রস্তাবিত টেন্ডার বাতিল করা হয়েছে। যা নিজের জয় হিসেবেই দেখছেন মহুয়া মৈত্র। তিনি টুইটারে লিখছেন,“আমার পিটিশনের ভিত্তিতে এদিন ইউআইডিএআই জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া নজরদারি হাব গঠন করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছে। একইসঙ্গে জানিয়েছে, অদূর ভবিষ্যতেও এমন হাব তৈরি করার কোনও পরিকল্পনা নেই। বেআইনিভাবে মানুষের উপর নজরদারির বিরুদ্ধে বিচার পেলাম। আজ এক বড় জয়ের দিন।”
The post পিছু হটল UIDAI! সোশ্যাল মিডিয়ায় নজরদারি মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মহুয়ার appeared first on Sangbad Pratidin.