বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: আহমেদাবাদ বিমান দুর্ঘটনাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর 'আত্মনির্ভর ভারত' প্রচারকে খোঁচা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। আত্মনির্ভর ভারতে সব পণ্য তৈরি হচ্ছে এটা ঠিক, কিন্তু তার যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে বিদেশ থেকে। এর ফলে চিনের মতো দেশকে ঘুরিয়ে মুনাফা করতে সাহায্য করা হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল। শনিবার নেহরু প্লেসে দুই ইঞ্জিনিয়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা। ভারতের পক্ষে মোবাইল ফোন বা অন্যান্য জিনিস তৈরি সম্ভব কি না তাও জানতে চান তিনি।
ভারতে বোয়িং ও এয়ারবাস, দুই সংস্থার বিমান বিদেশ থেকে আমদানি করা হয়। সম্প্রতি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। শুধু এয়ার ইন্ডিয়া নয়, অন্য সংস্থার বিমানেও ত্রুটি দেখা দেয়। বেশ কয়েকটি বিমানের উড়ান বাতিল করা হয়। সেই দুর্ঘটনার প্রসঙ্গ টেনে রাহুল অভিযোগ করেন, বিমান দুর্ঘটনার পর আরও একবার প্রমাণিত এল মোদির 'মেক ইন ইন্ডিয়া' ব্যর্থ।
তাঁর অভিযোগ, “ভারতে আই ফোন তৈরি করা হচ্ছে এটা ঠিক। কিন্তু বিদেশ থেকে যন্ত্রাংশ কিনে এনে তৈরি করা হচ্ছে। এখন দেশে বেকারত্ব সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্পে দেশের কারখানাতেই সমস্ত ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি করা উচিত। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উৎপাদন শিল্পে ১৪ শতাংশ কমে গিয়েছে। আসলে মোদি জমানায় নতুন কোনও পরিকল্পনা নেই।” প্রধানমন্ত্রী বিদেশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে অভিযোগ রাহুলের।
