shono
Advertisement

‘যুদ্ধক্ষেত্র মণিপুরের মুখ্যমন্ত্রীকে সরান’, ছাত্রমৃত্যু ইস্যুতে প্রধানমন্ত্রীকে তোপ খাড়গের

দুই পড়ুয়ার মৃতদেহের ছবি প্রকাশ্যে আসতেই তোপ খাড়গের।
Posted: 02:11 PM Sep 27, 2023Updated: 02:11 PM Sep 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুর (Manipur) ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তোপ দাগল কংগ্রেস (Congress)। পাহাড়ি রাজ্যে সমস্যা তৈরির জন্য বিজেপিকেই দায়ী করে টুইট করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাঁর মতে, ১৪৭ দিন কেটে গেলেও অগ্নিগর্ভ রাজ্যে একবারও সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি প্রধানমন্ত্রী। মণিপুরের পরিস্থিতি সামলাতে হলে অবিলম্বে রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী এন বিরেন সিংকে বরখাস্ত করা দরকার। প্রসঙ্গত, ইন্টারনেট পরিষেবা চালু হতেই প্রকাশ্যে এসেছে মণিপুরের দুই পড়ুয়ার মৃতদেহের ছবি। সেই ঘটনার পরেই টুইট খাড়গের।

Advertisement

কয়েকদিন আগেই রাজ্যে সমস্ত রকম ইন্টারনেট পরিষেবা শুরু করেছে মণিপুর সরকার। তার পরেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে দুটি ছবি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ১৭ ও ২০ বছর বয়সি দুই পড়ুয়া বসে রয়েছে। পরের ছবিতেই তাদের মৃতদেহ দেখা যাচ্ছে। মৃতদেহের পিছনেই অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুই ব্যক্তি। এই ছবি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। দুই পড়ুয়ার মৃত্যু ঘিরে প্রতিবাদে উত্তাল মণিপুর। 

[আরও পড়ুন: ‘এখন বড় নেতা হয়ে গিয়েছি, হাতজোড় করব?’ টিকিট পেয়ে অসন্তুষ্ট কৈলাস বিজয়বর্গীয়]

এই ছবি প্রকাশ্যে আসার পরের দিনই টুইট করেন খাড়গে। তিনি বলেন, “১৪৭ দিন ধরে মণিপুরের মানুষ ভুগছেন কিন্তু প্রধানমন্ত্রী একবারও সেরাজ্যে যাওয়ার সময় পেলেন না। মণিপুরের পরিস্থিতি কতটা ভয়াবহ, সদ্য প্রকাশ্যে আসে একটা ছবি দেখেই সেটা বোঝা যাচ্ছে। অগ্নিগর্ভ রাজ্যটিতে মহিলা ও শিশুদের প্রতি নির্যাতনের ঘটনাকেও হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে।” খাড়গে আরও বলেন, “মণিপুরের মতো সুন্দর রাজ্য আজ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তার জন্য দায়ী বিজেপি। প্রধানমন্ত্রীর উচিত এই পরিস্থিতি সামাল দিতে মণিপুরের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা। আগামী দিনে মণিপুরে অশান্তি এড়ানোর জন্য এটাই প্রথম পদক্ষেপ হওয়া উচিত।”

[আরও পড়ুন: পদে পদে মার, উচ্ছিষ্টই খাবার! কিশোরী পরিচারিকাকে অত্যাচারে গ্রেপ্তার সেনাকর্মী ও তাঁর স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement