shono
Advertisement
Rajasthan

বেলুনে ঝুলন্ত দড়িতে আটকাল পা, ১০০ ফুট উঁচু থেকে মাটিতে আছড়ে পড়ে মৃত্যু যুবকের!

রাজস্থানে যুবকের মর্মান্তিক মৃত্যুতে বাতিল জেলার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।
Published By: Kishore GhoshPosted: 05:19 PM Apr 10, 2025Updated: 05:52 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর ঘটনা! মর্মান্তিক মৃত্যু! জেলার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছিল রাজস্থানের বারানে। কাছাকাছি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এক যুবক। আচমকা একটি উড়ন্ত হট এয়ার বেলুনের দড়িতে আটকে যায় তাঁর পা। এরপর তাঁকে নিয়েই উড়তে শুরু করে বেলুনটি। মাটি থেকে অনেকটা উঁচুতে ঝুলতে থাকেন যুবক। আচমকা দড়ি ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ে মৃত্যু হয় তাঁর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিষ্ঠা দিবসের ৩৫তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলছিল। ফলে গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কোটার বাসিন্দা বাসুদেব খত্রির। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন বাসুদেব। ধীরে ধীরে একটি হট এয়ার বেলুন আকাশে উড়ছে। আচমকা ওই বেলুনের দড়িতে আটকে গেল বাসুদেবের পা। মুহূর্তে হ্যাঁচকা টানে যুবককে শূন্যে উড়িয়ে নিয়ে গেল বেলুন। কয়েক মিনিট পরেই দড়ি ছিঁড়ে প্রায় ১০০ ফুট উপর থেকে মাটিতে আছড়ে পড়লেন তিনি।

যুবককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে বারানের জেলা প্রশাসন। মর্মান্তিক ঘটনার জেরে মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের প্রতিষ্ঠা দিবস সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। খোঁজ পড়ছে কোন সংস্তার বেলুনে বিপদ হল। তাদের গাফিলতিতেই কি বেঘোরে মৃত্যু হল যুবকের।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিষ্ঠা দিবসের ৩৫তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলছিল।
  • যুবককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
Advertisement