shono
Advertisement
Rahul Gandhi

চলন্ত বাইকে রাহুলকে জড়িয়ে ধরে চুমু! যুবককে সপাটে চড় নিরাপত্তারক্ষীর, ভাইরাল ভিডিও

বিহারের পূর্ণিয়ায় মিছিলে বেরিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা।
Published By: Anwesha AdhikaryPosted: 02:33 PM Aug 24, 2025Updated: 02:33 PM Aug 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মহব্বতের দোকান' খুলতে দেশজুড়ে যাত্রা শুরু করেছিলেন। এবার ভোটারদের স্বার্থরক্ষায় নতুন যাত্রায় বেরিয়েছেন। কিন্তু সেই যাত্রায় তাঁকে ভালোবাসা দেখাতে এসে বিপাকে পড়লেন এক যুবক। রবিবার বিহারে ভোটারদের অধিকার যাত্রায় রাহুল গান্ধীকে জড়িয়ে ধরে চুম্বন করেন ওই যুবক। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

রবিবার সকালে বিহারের পূর্ণিয়ায় মিছিলে বেরিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। বাইক মিছিলের শুরু থেকেই একাধিকবার তাঁর নিরাপত্তায় ত্রুটি দেখা গিয়েছে এদিন। তবুও বিহার কংগ্রেস প্রেসিডেন্ট রাজেশ কুমারকে পিছনের সিটে বসিয়ে নিজেই বাইক চালিয়েছেন রাহুল। প্রবল ভিড়ের মধ্যে বাইক চালাতে থাকা রাহুলের হাত ধরেও টান দিতে দেখা গিয়েছে উৎসাহী আমজনতাকে।

এহেন পরিস্থিতিতে মিছিলে ঢুকে পড়েন এক যুবক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে রাহুলের চলন্ত বাইকের দিকে ছুটে আসছেন তিনি। বাইক চালাতে থাকা রাহুলকে জাপটে ধরেন, বাঁ গালে চুমুও দেন। তারপরেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন ওই যুবক। তবে সঙ্গে সঙ্গে তাঁকে পাকড়াও করে ফেলে কংগ্রেস সাংসদের নিরাপত্তারক্ষীরা। তবে শুধু ধরে ফেলাই না, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, যুবককে ধরে সপাটে চড় কষাচ্ছেন এক নিরাপত্তারক্ষী।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিনের মিছিলে বারবার রাহুলের খুব কাছে চলে যাচ্ছিলেন আমজনতা। একাধিকবার রাহুলকে জড়িয়ে ধরছেন তাঁরা, সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। তবে বাইক মিছিলে নিরাপত্তা দেওয়া বরাবরই সমস্যা থাকে। কারণ বাইকের গতির সঙ্গে তাল মিলিয়ে হাঁটা নিরাপত্তারক্ষীদের পক্ষে কার্যত অসম্ভব। সেই ফাঁকেই রাহুলকে জড়িয়ে ধরে চুম্বন করলেন এক যুবক। ফলে প্রশ্ন উঠছে, এমন হাইপ্রোফাইল নেতার জন্য বাইক মিছিল কি আদৌ নিরাপদ? তবে এর আগেও প্রকাশ্যেই রাহুলকে চুম্বন করেছেন আমজনতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাইক মিছিলের শুরু থেকেই একাধিকবার তাঁর নিরাপত্তায় ত্রুটি দেখা গিয়েছে এদিন।
  • বাইক চালাতে থাকা রাহুলকে জাপটে ধরেন, বাঁ গালে চুমুও দেন।
  • এদিনের মিছিলে বারবার রাহুলের খুব কাছে চলে যাচ্ছিলেন আমজনতা। একাধিকবার রাহুলকে জড়িয়ে ধরছেন তাঁরা, সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে।
Advertisement