সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী শরীরের গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া ঋতুচক্র। অথচ ঋতুমতী হওয়ার 'দোষে' তামিলনাড়ুর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষের বাইরে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হল! আধুনিক বিজ্ঞানের যুগে এই ঘটনা দক্ষিণ রাজ্যের কোয়েম্বাটুরের। স্কুল প্রিন্সিপালের নির্দেশে শ্রেণিকক্ষের বাইরে বসে বিজ্ঞান পরীক্ষাই দেয় ওই কিশোরী।

কোয়েম্বাটুরের একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ভাইরাল হয়েছে ক্লাসের বাইরে বসে ছাত্রীর পরীক্ষা দেওয়ার ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ছাত্রীর দিকে ছুটে যাচ্ছেন তার মা। তিনি প্রশ্ন করছেন, কেন ক্লাসের বাইরে বসে আছে সে। বালিকা জানায়, স্কুলের প্রিন্সিপাল তাকে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিতে বলেছেন। একথা শুনে হতাশ বোধ করেন ছাত্রীর মা। প্রশ্ন তোলেন, কেন একজন ছাত্রীকে এভাবে শ্রেণিকক্ষের বাইরে বসে পরীক্ষা দিতে হবে?
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে উত্তরপ্রদেশে একদশ শ্রেণির এক ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। যেহেতু পরীক্ষার মাঝে আচমকা ঋতুচক্র শুরু হওয়ায় শিক্ষকদের কাছে স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল ওই কিশোরী। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ছাত্রীর বাবা।