সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন বঙ্গে বন্ধ ১০০ দিনের কাজ। অথচ, কেন্দ্র সরকারি পরিসংখ্যানই বলছে 'দুর্নীতি'র প্রশ্নে বাংলার থেকে অনেক এগিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি। অন্তত ভুয়ো জব কার্ডের সংখ্যার নিরিখে বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলার চেয়ে অনেক এগিয়ে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভুয়ো জবকার্ড বাতিলে সবচেয়ে প্রথমে নাম রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের!
১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ডের সংখ্যা জানতে চেয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ২০২২-’২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে যেখানে বাতিল হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪টি জবকার্ড সেখানে বাংলায় বাতিল হয়েছে মাত্র ৫ হাজার ২৬৩টি জব কার্ড। ২০২৩-’২৪ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয়েছিল ১ লক্ষ ৪৭ হাজার ৩৯৭টি জবকার্ড। বাংলায় সেখানে বাতিল হয়েছে ৭১৯টি জব কার্ড। ২০২৫-’২৫ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল হয় ৩ হাজার ৪২১টি জবকার্ড। বাংলায় বাতিলের সংখ্যা ছিল মাত্র দু’টি।
উত্তরপ্রদেশ তো বটেই বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান-সহ বহু বিজেপি শাসিত রাজ্যে জব কার্ড বাতিলের সংখ্যা বাংলার চেয়ে বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুর্নীতির এই চাক্ষুস প্রমাণ থাকা সত্ত্বেও এই রাজ্যগুলিকে বহাল তবিয়তে ১০০ দিনের কাজ হচ্ছে। কিন্তু বাংলায় ২০২২-’২৩ অর্থবর্ষ থেকেই বরাদ্দ বন্ধ করে রেখেছে কেন্দ্র।
কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই পরিসংখ্যান সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। রাজ্যের শাসকদলের প্রশ্ন, অন্য রাজ্যেও ভুয়ো জবকার্ড ছিল। বাংলার চেয়ে তা বহুগুণ বেশি। তা হলে সেই রাজ্যে বরাদ্দ বন্ধ না-হলে বাংলায় বন্ধ রাখা হয়েছে কেন?
