shono
Advertisement
Odisha

ক্লাসে বকুনির 'প্রতিশোধ', প্রধান শিক্ষকের মাথায় সটান বন্দুক ধরল নবম শ্রেণির পড়ুয়া!

নাবালক বন্দুক পেল কী করে উঠছে সেই প্রশ্ন।
Published By: Subhankar PatraPosted: 04:16 PM Dec 14, 2025Updated: 04:45 PM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন অ্যানিম্যাল সিনেমার দৃশ্য! 'শিক্ষা দিতে' শ্রেণিকক্ষে বন্দুকবার করল নবম শ্রেণির ছাত্র! তবে রিয়েল লাইফে বোনের জন্য নয়, প্রধান শিক্ষক পড়াশোনা নিয়ে বকাবকি করতেই তাঁর মাথায় 'কাট্টা' বা দেশীয় পিস্তল ধরার অভিযোগ পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনায় নাবালককে বিশেষ হোমে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

বিজেপি শাসিত রাজ্য ওড়িশার কেন্দ্রাপাড়ার ঘটনা। অভিযুক্ত নাবালক স্থানীয় কড়ুয়া সরকারি স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। কিছুদিন পর তার পরীক্ষা। কিন্তু সেই দিকে তার মনযোগই ছিল না। উলটে বিদ্যালয়ে বিভিন্ন ঝামেলায় তার নাম উঠে আসে। সহপাঠী বা বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠছিল তার নামে। এই নিয়ে শ্রেণিকক্ষে গিয়ে পড়ুয়াকে বকাবকি করেন প্রধান শিক্ষক। অভিযোগ সেই সময় হঠাৎই শিক্ষকের মাথায় দেশী পিস্তল ধরে সে। ঘটনায় আতঙ্কে কাঁটা হয়ে যায় পড়ুয়ারা। তীব্র আতঙ্ক ছড়ায় বিদ্যালয়জুড়ে।

এই ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশে। ১৪ বছরের নাবালককে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় বন্দুকটি। অভিযুক্ত পড়ুয়াকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হলে হোস্টেল-কাম-পর্যবেক্ষণ হোম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিশোরটি কী করে, কোথা থেকে দেশীয় বন্দুক পেল? তার ওঠাবসা কাদের সঙ্গে, সব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বাবা-মাকেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঠিক যেন অ্যানিম্যাল সিনেমার দৃশ্য! 'শিক্ষা দিতে' শ্রেণিকক্ষে বন্দুকবার করল নবম শ্রেণির ছাত্র।
  • তবে রিয়েল লাইফে বোনের জন্য নয়, প্রধান শিক্ষক পড়াশোনা নিয়ে বকাবকি করতেই তাঁর মাথায় 'কাট্টা' বা দেশীয় পিস্তল ধরল পড়ুয়া।
  • ঘটনায় নাবালককে বিশেষ হোমে পাঠিয়েছে পুলিশ।
Advertisement