সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য কয়েকটা টাকার জন্য নিজের মায়ের গলা কেটে খুন করল নাবালক। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মঙ্গলহাটের শিবলাল নগর এলাকায়। মৃতের নাম কে. রেণুকা। বয়স ৪০। অভিযুক্ত তাঁরই ১২ বছরের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক সে।
[রাজনাথের বৈঠকের আগেই কলকাতা থেকে সরল CRPF-এর সদর দপ্তর]
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ বছর আগে মৃত্যু হয় রেণুকার স্বামী শ্রীনিবাসের। তারপর থেকেই আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল মা ও ছেলের পরিবার। ছেঁড়া-পুরনো পোশাক ও প্লাস্টিক সংগ্রহ করে দিন গুজরান হত তাঁদের। রেণুকা ও তাঁর ছেলে দু’জনেই এই কাজ করত। ছেলে নাবালক বলে তার ভাগের টাকাও নিজের কাছে রাখতেন রেণুকা। এই নিয়ে প্রায় দিনই দু’জনের মধ্যে বচসা হত। ছেলে চাইত নিজের রোজগারের টাকা শখের জন্য খরচ করতে।
পুলিশের অনুমান, শনিবার রাতে এই কারণেই মা ও ছেলের মধ্যে বচসা হয়। রোজগার করে আনা টাকা মা’কে দিতে অস্বীকার করে ১২ বছরের ছেলে। এই নিয়ে রাগের মাথায় মা হয়তো কিছু কথা বলে ছেলেকে। যার জেরে রান্নাঘর থেকে ছুরি এনে সোজা মায়ের গলার নলি কেটে দেয় ছেলেটি। রবিবার রেণুকার রক্তাক্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত নাবালকের এখনও কোনও খোঁজ মেলেনি।
[বিজেপি বিধায়কের শাসানি, কেঁদেই ফেললেন মহিলা আইপিএস অফিসার]
রেণুকার ভাই গণেশের অভিযোগের ভিত্তিতে খুনের অভিযোগে জুভেনাইল জাস্টিস আইনের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর রেণুকার দেহ গণেশের হাতেই তুলে দেওয়া হবে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন মঙ্গলহাটের ইন্সপেক্টর এ. সঞ্জীব রাও।
[চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা অভিজ্ঞদের উপরেই, নেই নতুন মুখ]
The post টাকার লোভে মায়ের গলা কাটল নাবালক appeared first on Sangbad Pratidin.
