shono
Advertisement

Breaking News

MK Stalin

২৫টি ভাষাকে গিলে খেয়েছে কেন্দ্রের হিন্দি আগ্রাসন! বিস্ফোরক স্ট্যালিন, পালটা তোপ শিক্ষামন্ত্রীর

তামিল আবেগ উসকে দিয়ে ভোট টানার চেষ্টা করছে ডিএমকে, এমনটাই দাবি বিজেপির।
Published By: Anwesha AdhikaryPosted: 02:28 PM Feb 27, 2025Updated: 02:28 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি আগ্রাসনের দাপটে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে অন্তত ২৫টি ভাষা! বিস্ফোরক দাবি করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। গত কয়েকদিন ধরেই কেন্দ্রের 'হিন্দি চাপিয়ে দেওয়া' জাতীয় শিক্ষানীতির তীব্র বিরোধিতা করেছেন তিনি। প্রয়োজনে 'ভাষাযুদ্ধে'র ডাকও দিয়েছেন। তবে স্ট্যালিনের প্রত্যেক দাবিই খারিজ করেছে কেন্দ্র।

Advertisement

'ভাষাযুদ্ধে'র আবহে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে স্ট্যালিন লেখেন, 'অন্য রাজ্যে থাকা ভাইবোনদের বলতে চাই, আপনারা কখনও ভেবে দেখেছেন কত ভাষাকে গিলে খেয়েছে হিন্দি?' ভোজপুরি, মৈথিলি, সাঁওতালি-এমন নানা ভাষার উদাহরণ দিয়ে ডিএমকে নেতার তোপ, অন্তত ২৫টি ভাষা হারিয়ে যেতে বসেছে হিন্দি আগ্রাসনের জেরে। কেন্দ্র যেভাবে হিন্দিকে এগিয়ে দিচ্ছে তাতে ভাষাবৈচিত্র্য হারাচ্ছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে আবার পালটা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, ভুল তথ্য প্রচার করছেন স্ট্যালিন। তাঁর দাবি, প্রথমে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করতে আগ্রহী ছিল তামিলনাড়ু। কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্য অবস্থান পালটে ফেলেছে তারা। শিক্ষামন্ত্রী আবারও বলেন, জাতীয় শিক্ষানীতির কোথাও বলা হয়নি যে নির্দিষ্ট কোনও রাজ্যে কোনও একটি ভাষা চাপিয়ে দেওয়া হবে। তাই তামিলনাড়ু সরকারের অবস্থান একেবারে অযৌক্তিক।

উল্লেখ্য, আগামী বছরই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে তামিল আবেগ উসকে দিয়ে ভোট টানার চেষ্টা করছে ডিএমকে, এমনটাই দাবি বিজেপির। পালটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছিলেন, হিন্দি আগ্রাসন এবং জাতীয় শিক্ষানীতি মেনে নেওয়ার জন্য তামিলনাড়ু সরকারকে কার্যত হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষা সংক্রান্ত অনুদান বন্ধ করে দেওয়া হবে বলেও নাকি জানানো হয়েছে শিক্ষামন্ত্রীর তরফে। সবমিলিয়ে, নির্বাচনের আগে তামিল অস্মিতা নিয়ে উত্তাল তামিলনাড়ুর রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোজপুরি, মৈথিলি, সাঁওতালি-এমন নানা ভাষার উদাহরণ দিয়ে ডিএমকে নেতার তোপ, অন্তত ২৫টি ভাষা হারিয়ে যেতে বসেছে হিন্দি আগ্রাসনের জেরে।
  • কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, ভুল তথ্য প্রচার করছেন স্ট্যালিন।
  • নির্বাচনের আগে তামিল অস্মিতা নিয়ে উত্তাল তামিলনাড়ুর রাজনৈতিক মহল।
Advertisement