shono
Advertisement

আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান, রাতারাতি ‘আন্তর্জাতিক’ হল সেনার বিমানবন্দর

পুঁজিপতি বন্ধুদের পাশে দাঁড়াতে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস, কেন্দ্রকে বিঁধল কংগ্রেস।
Posted: 10:00 AM Mar 03, 2024Updated: 10:05 AM Mar 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ দিনের জন্য় ‘আন্তর্জাতিক’ হল জামনগর বিমানবন্দর। এতদিন যাবৎ পাক সীমান্তবর্তী বিমানবন্দরটি ব্যবহার করত বায়ুসেনা। মুকেশ আম্বানির ছেলে অনন্তের প্রি-ওয়েডিং উপলক্ষে আপাতত ১০ দিন সেখানে ওঠানামা করতে পারবে আন্তর্জাতিক বিমান। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের দাবি, পুঁজিপতি বন্ধুদের পাশে দাঁড়াতে গিয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করেছে মোদি সরকার।

Advertisement

আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে দেশ-বিদেশের তাবড়-তাবড় তারকারা আমন্ত্রিত। আসছেন বিশ্বের হু’জ হু-রা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প। এসেছেন পপ তারকা রিহানাও। পারফর্ম করেছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান, সলমন খানেরা। সবমিলিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং যেন চাঁহের হাট। দেশ-বিদেশের অতিথিদের বিমান ওঠানামার সুবিধার জন্য সীমান্তবর্তী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জামনগর বিমানবন্দরটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য় যাত্রী বিভাগের আয়তন বাড়ানো হয়েছে। ব্যাপক সংস্কার করা হয়েছে শৌচাগারগুলির। চালু হয়েছে ইমিগ্রেশন, কাস্টমস বিভাগও। বেড়েছে বিমাবন্দরের ব্যস্ততাও। যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বাড়ানো হয়েছে কর্মী সংখ্যা। এমনকী, সেনার টেকনিক্যাল এরিয়া ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুক্রবারই জামনগর বিমানবন্দরে এবতরণ করেছে অন্তত ১৪০টি বিমান।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য বন্ধ স্কুলের পঠনপাঠন, কমিশনকে চিঠি ব্রাত্য বসুর]

এদিকে বায়ুসেনার বিমানবন্দর এভাবে সকলের জন্য খুলে দেওয়ার বিরোধিতায় সরব কংগ্রেস। হাত শিবিরের জাতীয় মুখপাত্র ডা: শামা মহম্মদ এক্স হ্যান্ডেলে লিখেছেন. জামনগর সামরিক বিমানবন্দর। আম্বানিদের প্রি ওয়েডিং উপলক্ষে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক তকমা দেওয়া হয়েছে। এই কাজের ভার দেওয়া হয়েছিল তিন কেন্দ্রীয় মন্ত্রীকে। এদিকে কান্নুর বিমানবন্দর ২০১৮ থেকে চালু হলেও এখনও বিদেশি বিমান ওঠানামা করতে পারে না। এটা বঞ্চনা নয়? প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি। টুইটটিকে রিটুইট করে জয়রাম রমেশ বলছেন, “পুঁজিপতি বন্ধুদের জন্য প্রধাননমন্ত্রী যে কোনও কাজ করতে পারেন।”

 

[আরও পড়ুন: লক্ষ্য প্রত্যেক শহরে শাখা স্থাপন, সমবায় ব্যাঙ্কের যৌথ সংগঠন NUCFDC-র উদ্বোধন অমিত শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement