সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বুকে ভয়ঙ্কর ঘটনা! প্রকাশ্য রাস্তায় জিমের মালিককে বেধড়ক মার। এমনকী তাঁর স্ত্রীকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার প্রতিবাদ জানালে তাঁদেরকে ছেলে নগ্ন করে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির লক্ষ্মীনগর এলাকায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড়। ইতিমধ্যে যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তির নাম রাজেশ গর্গ। ওই এলাকাতে অর্থাৎ দিল্লি লক্ষ্মীনগরে একটি বাড়ির নিচের তলায় আক্রান্ত রাজেশ একটি জিম চালান। স্ত্রীকে নিয়েই ওই জিম চালান রাজেশ। কিন্তু জিমটি দেখাশোনা করতেন সতীশ যাদব নামে এক ব্যক্তি। কিন্তু প্রতারণা করে সেই জিম ওই ব্যক্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। যা নিয়ে রাজেশ এবং সতীশের মধ্যে দীর্ঘদিন ধরে বচসা চলছিল বলে জানা গিয়েছে। এর মধ্যেই এই ঘটনা! জানা যায়, গত শুক্রবার স্ত্রীকে নিয়ে বাড়ির নিচে গেলে হঠাৎ করেই সতীশ এবং বেশ কয়েকজন ঢুকে পড়ে। শুধু তাই নয়, তাঁদের মারধর শুরু করে বলে অভিযোগ। শুধু তাই নয়, স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ।
চিৎকার শুনে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসেন রাজেশের ছেলে। সেই সময় তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। একেবারে রাস্তায় টেনে এনে বিবস্ত্র করে সতীশ এবং তাঁর দলবল মারধর করে অভিযোগ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। পুরো ঘটনা বাড়ির বাইরে লাগানো সিসিটিভিতে ধরা পড়ে। আর তা সমাজমাধ্যমে ভাইরাল হয়। ইতিমধ্যে সেই ভিডিও সংগ্রহ করেছে দিল্লি পুলিশ। রাজেশ গর্গ বলেন, ''ঘটনার সূত্রপাত গত ২ জানুয়ারি। অতর্কিতেই তাঁদের উপর সতীশ এবং আরও বেশ কয়েকজন মারধর শুরু করে।'' তাঁর কথায়, দুষ্কৃতীরা ছেলেকে পর্যন্ত ছাড়েনি। ঘটনার পরেই দিল্লি পুলিশে অভিযোগ জানায় আক্রান্তের পরিবার। তদন্তে নেমে অভিযুক্ত সতীশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
