সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার মার যে শুধু গরিবদের উপরই নেমে এসেছে তেমনটা নয়। বিশ্বব্যাপী লকডাউনের জেরে ভুগতে হচ্ছে তথাকথিত ধনকুবেরদেরও। করোনা আতঙ্কের জেরে আর্থিকভাবে ভারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশে আম্বানি (Mukesh Ambani)। মাত্র ২ মাসে তাঁর সম্পত্তি কমেছে ২৮ শতাংশ। ফলে গোটা বিশ্বে ধনীদের তালিকায় অনেকটা নিচে নেমে আসতে হয়েছে মুকেশকে।
সম্প্রতি চিনের সমীক্ষক সংস্থা মার্চের হিসেবে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। Hurun Global Rich List নামের ওই তালিকায় ৮ ধাপ নিচে নেমে ১৭ তো স্থানে অবস্থান করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তি ৪৮০০ কোটি ডলার। এই তালিকায় শীর্ষে অ্যামাজন কর্তা জেফ বেজস।তিন নম্বরে বিল গেটস। Hurun Reports নামের ওই সংস্থার সমীক্ষা বলছে মুকেশের সম্পত্তি গত দু’মাসে প্রতিদিন প্রায় ৩০ কোটি ডলার করে কমেছে। ২ মাসে মোট ১৯০০ কোটি ডলার কমেছে তাঁর সম্পত্তি। সম্পত্তির লোকসানের বিচারে এই মুহূর্তে বিশ্বে দ্বিতীয় মুকেশ আম্বানি। তাঁর থেকেও দ্রুতহারে সম্পত্তি হারাচ্ছেন ফ্রান্সের এক ধনকুবের। মুলত করোনার জেরে ভারতের শেয়ার বাজারে রেকর্ড পতন এবং তেলের ব্যবসায় লোকসানের দরুন এই নিদারুন ক্ষতির মুখে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
[আরও পড়ুন: হরিয়ানায় আইসোলেশনের জানলা দিয়ে পালানোর চেষ্টা! পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত এক]
চিনের সমীক্ষক সংস্থাটি বলছে, শুধু আম্বানি একা নন, ভারতের সব শিল্পপতিরই সার্বিকভাবে সম্পত্তিহানি হয়েছে। গতও দু’মাসে গড়ে ২৬ শতাংশ সম্পত্তি হারিয়েছেন ভারতের ধনকুবেররা। গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পত্তি এক ধাক্কায় কমেছে ৩৭ শতাংশ। শিব নাদারের সম্পত্তি কমেছে ২৬ শতাংশ। উদয় কোটাকের সম্পত্তি কমেছে ২৮ শতাংশ। এঁরা কেউই আর বিশ্বের ১০০ জন ধনীর তালিকায় নেই। এই তালিকায় একমাত্র ভারতীয় মুকেশ আম্বানি। ভারতীয়দের পাশাপাশি ব্যাপক হারে সম্পত্তি কমেছে বিল গেটস, মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, মাইকেল ব্লুমবার্গের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যবসায়ীদের।
The post করোনার মার, মাত্র দু’মাসে ২৮ শতাংশ সম্পত্তি কমল মুকেশ আম্বানির! appeared first on Sangbad Pratidin.
