সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'অপারেশন সিঁদুর'। দেশজুড়ে চর্চার কেন্দ্রে এই নাম। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাতের এমন অভিনব নামকরণ অনেককেই আলোড়িত করেছে। এবার এই মিশনের লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে চাইলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। জানা যাচ্ছে, শিক্ষা ও বিনোদনমূলক পরিষেবা দানের ক্ষেত্রে লোগোটি ব্যবহার করতে চান তিনি।
বুধবারই অপারেশন সিঁদুরকে ওয়ার্ক মার্ক হিসেবে নথিভুক্ত করার আবেদন করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে আম্বানি একাই নন, আবেদন করেছেন আরও তিন ব্যক্তি। তাঁরা হলেন মুকেশ চেত্রাম আগরওয়াল, গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবেরয় (অবসরপ্রাপ্ত) ও অলোক কোঠারি।
পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সাংবাদিক বৈঠক করে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশসচিব ও সেনা। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে।
এদিকে অপারেশন সিঁদুরের একদিন পরই এ নিয়ে বিরোধীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরতে সর্বদল বৈঠকের ডাক দেয় সরকারপক্ষ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, এই সময় গোটা দেশ যে একত্রিত সেই বার্তা দেওয়া দরকার। যদিও কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না মোদি। যা নিয়ে স্বাভাবিকভাবেই ফের প্রশ্ন তুলছে কংগ্রেস। তবে প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলেও তিনি নিজের বার্তা পাঠিয়েছেন রাজনাথ সিংয়ের মাধ্যমে। সূত্রের দাবি, বৈঠকেই প্রতিরক্ষামন্ত্রী সে কথা জানিয়েছেন। তাছাড়া বৈঠকের আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করছেন মোদি।
