shono
Advertisement
Haryana

কুয়াশায় চারপাশ ঝাপসা, পরপর বাসের ধাক্কায় বিপর্যস্ত জাতীয় সড়ক! জখম বহু

আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর।
Published By: Kousik SinhaPosted: 11:38 AM Dec 14, 2025Updated: 11:48 AM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সাতসকালে বড়সড় দুর্ঘটনা জাতীয় সড়কে! পরপর পিছন থেকে আসা একের পর এক বাসের ধাক্কা। ঘটনায় আহত একাধিক যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে কীভাবে এই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, সকালে ঘন কুয়াশার কারণে জাতীয় সড়কের দৃশ্যমানতা অনেকটাই কমে এসেছিল। যার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। অন্যান্য দিকগুলিও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা যাচ্ছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়াড়ি জেলার ৩৫২ডি জাতীয় সড়কের উপর। স্থানীয়দের দাবি, হঠাৎ করে প্রবল একটি শব্দ হয়। সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয় মানুষজন। দেখা যায়, অন্তত তিন থেকে চারটি বাস পিছন থেকে একে অপরকে ধাক্কা মেরেছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, বাসগুলির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় বাসগুলিতে থাকা একাধিক যাত্রী আহত হন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয় জাতীয় সড়কের উপর। বলে রাখা প্রয়োজন, শনিবার সকালে নয়ডায় একইভাবে একাধিক গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়ে। একের পর এক গাড়ির মধ্যে ধাক্কা লেগে জখম হন বেশ কয়েকজন। দুর্ঘটনাটি ঘটে গ্রেটার নয়ডায় ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে বা কুন্ডলি-গাজিয়াবাদ-পালওয়াল এক্সপ্রেসওয়েতে। জানা যায়, শনিবার সকাল থেকেই নয়ডার রাস্তা ঢেকে গিয়েছিল ঘন ধোঁয়াশায়। কিছুই দেখা যাচ্ছিল না। আর তার জেরে ঘটে ভয়াবহ ওই দুর্ঘটনা। সেই রেশ কাটতে না কাটতেই এবার হরিয়ানার জাতীয় সড়কে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে বড়সড় দুর্ঘটনা হরিয়ানার রেওয়াড়ি জেলার ৩৫২ডি জাতীয় সড়কে।
  • পরপর পিছন থেকে আসা একের পর এক বাসের ধাক্কা।
  • ঘটনায় গুরুতর আহত একাধিক বাসযাত্রী।
Advertisement