সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সংগীত অবমাননার অভিযোগে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তলব করল মুম্বইয়ের নিম্ন আদালত। গতবছর মুম্বই সফর চলাকালীন জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক বিজেপি নেতা। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী ২ মার্চ মুখ্যমন্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার মুম্বইয়ের মাজগাঁওয়ের নগর দায়রা আদালত (Metropolitan Magistrate Court) মমতার বিরুদ্ধে সমন জারি করেছে। আগামী ২ মার্চ মামলার পরবর্তী শুনানি। সেদিন মুখ্যমন্ত্রীকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: দুর্গাপুজোর একমাস আগেই হবে বিশাল মিছিল, শঙ্খ-উলুধ্বনি দেবেন মা-বোনেরা: মমতা]
২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি-বিরোধী দলগুলিকে একত্রিত করার লক্ষ্যে ডিসেম্বর মাসে মুম্বই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাণিজ্যনগরীতে বিদ্বজ্জনদের সঙ্গে একটি আলোচনা সভায় অংশ নেন মমতা। সেখানেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংগীত (National Anthem) অবমাননার অভিযোগ তুলেছিলেন স্থানীয় বিজেপি নেতা। মুম্বইয়ের ওই বিজেপি নেতার অভিযোগ ছিল, মমতা বসেই জাতীয় সংগীত গাওয়া শুরু করেন। এবং সেটি কয়েক লাইন গেয়ে সম্পূর্ণ করার আগেই ‘জয় বাংলা, জয় মহারাষ্ট্র’ স্লোগান দিয়ে ওঠেন। মুম্বইয়ের বিজেপি (BJP) নেতার সেই অভিযোগকে হাতিয়ার করে বিজেপির কেন্দ্রীয় নেতারাও সরব হন।
[আরও পড়ুন: ‘ঘোড়ার পাল!’, তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে ধনকড়কে তীব্র আক্রমণ মমতার]
যদিও, তৃণমূল (TMC) সঙ্গে সঙ্গেই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। তৃণমূলের বক্তব্য ছিল, জাতীয় সংগীত নিয়ে মমতার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। মুখ্যমন্ত্রী জাতীয় সংগীত গাননি। গানের শব্দ ধরে দেশের সংস্কৃতি এবং সংহতি বোঝানোর চেষ্টা করেছেন শুধু।