shono
Advertisement
Mumbai

নির্জন রাস্তায় দুই গাড়ির মাঝে সদ্যোজাত! গভীর রাতে কান্না শুনে নবজাতককে উদ্ধার পুলিশের

সদ্যোজাতটিকে কে বা কারা ফেলে গেলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 01:17 PM Oct 22, 2025Updated: 01:17 PM Oct 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই শহর। গভীর রাত। এলাকায় টহল দিচ্ছিলেন বাঙ্গুরনগর থানার আধিকারিকরা। একটি রাস্তায় যেতেই বাচ্চার কান্নার শব্দ কানে আসে তাঁদের। কিছুটা এগোতেই হতবাক পুলিশকর্তারা। দাঁড়িয়ে থাকা দু'টি গাড়ির মাঝে পড়ে রয়েছে সদ্যোজাত। নবজাতককে উদ্ধার করেছে তাঁরা। কিন্তু কে বা কারা রাতে নির্জন জায়গায় বাচ্চাটিকে ফেলে গেল? তা জানতে তদন্ত করেছে পুলিশ। 

Advertisement

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের বাঙ্গুরনগর থানা এলাকায়।  গভীর রাতে টহল দেওয়ার সময় আধিকারিকরা সদ্যোজাতের কান্নার শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা নির্ভয়া স্কোয়াডকে বিষয়টি জানান। সদ্যোজাতটিকে শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা শুরু হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বাচ্চাটির শারীরিক অবস্থা আগের থেকে ভালো। তাকে ছেড়েও দেওয়া হয়।  চিকিৎসার পর, নবজাতককে পুলিশ হোমে পাঠিয়েছে।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, "চিকিৎসার পর, শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাঙ্গুরনগর থানা তাকে নিজেদের তত্ত্বাবধানে রাখে। পরে নির্ভয়া স্কোয়াডের সহায়তায় সদ্যোজাতকে আন্ধেরির সেন্ট ক্যাথেরিন হোমে রাখা হয়েছে।"

এদিকে কে বা কারা বাচ্চাটিকে ফেলে গেল তা নিয়ে ধোঁয়াশা। অজ্ঞাত পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি।
তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বই শহর। গভীর রাত। এলাকায় টহল দিচ্ছিলেন বাঙ্গুরনগর থানার আধিকারিকরা।
  • একটি রাস্তায় যেতেই বাচ্চার কান্নার শব্দ কানে আসে তাঁদের। কিছুটা এগোতেই হতবাক পুলিশকর্তারা।
  • দাঁড়িয়ে থাকা দু'টি গাড়ির মাঝে পড়ে রয়েছে সদ্যোজাত। নবজাতককে উদ্ধার করেছে তাঁরা।
Advertisement