shono
Advertisement
Allahabad High Court

'একের বেশি স্ত্রী রাখতেই পারেন মুসলিমরা, সবাইকে ভালো রাখতে হবে', পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের

একের বেশি বিয়ে করতে আইনত বাধা নেই মুসলিম পুরুষের।
Published By: Subhajit MandalPosted: 10:02 AM May 15, 2025Updated: 10:02 AM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের বেশি বিয়ে করতে আইনত বাধা নেই মুসলিম পুরুষের। আরও একবার স্পষ্ট করে দিল এলাহাবাদ হাই কোর্ট। একটি বিবাহ সংক্রান্ত মামলায় উচ্চ আদালতের পর্যবেক্ষণ, "মুসলিম পুরুষ চাইলে চারটি পর্যন্ত বিয়ে করতে পারেন। শর্ত একটাই, সকলকে ভালো রাখতে হবে।"

Advertisement

মূল মামলাটি ২০২০ সালের। মোরাদাবাদের ফুরকান নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁর দ্বিতীয় স্ত্রী। ওই মহিলার অভিযোগ ছিল, নিজের প্রথম বিয়ের কথা গোপন করে তাঁকে বিয়ে করেছেন ফুরকান। এমনকী বিয়ের পর তাঁকে ধর্ষণও করেছেন। মোরাদাবাদ থানায় দায়ের হওয়া অভিযোগ নিয়ে মোরাদাবাদের নিম্ন আদালতে দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া চলে। ফুরকানের আইনজীবী দাবি করেন, অভিযোগকারী নিজেই স্বীকার করেছেন যে ফুরকান তাঁকে বিয়ে করছেন। আর ইসলামে দ্বিতীয় বিয়ে অপরাধ নয়। আর বিয়ের পর ধর্ষণের অভিযোগটি বৈধ থাকে না।

মামলাটি গড়ায় এলাহাবাদ হাই কোর্টে। সম্প্রতি এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল এই মামলার পর্যবেক্ষণে জানিয়েছেন, মুসলিম পুরুষেরা একের বেশি বিয়ে করতে পারেন। কারণ ভারতে মুসলিমদের বিবাহ সংক্রান্ত সব আইন শরিয়তের নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রিত। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে এই মামলাগুলি পড়ে না। আর শরিয়ত অনুযায়ী মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারেন। শর্ত একটাই, সবাইকে ভালো রাখতে হবে।

বিচারপতির পর্যবেক্ষণ, কোরান অনুযায়ী বৈধ কারণ থাকলে মুসলিমরা একের বেশি বিয়ে করতে পারেন। কিন্তু সেই নিয়মের অপব্যবহার ইদানিং বেড়েছে। অনেকেই ব্যক্তিগত স্বার্থে একের বেশি বিয়ে করছেন। একারণেই অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়াটা জরুরি বলে মনে করছে আদালত। যদিও শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন রায়ে ফুরকানের দুই বিয়েকেই বৈধ বলে জানিয়েছে আদালত। আগামী ২৬ মে ফের মামলাটির শুনানি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একের বেশি বিয়ে করতে আইনত বাধা নেই মুসলিম পুরুষের।
  • আরও একবার স্পষ্ট করে দিল এলাহাবাদ হাই কোর্ট।
  • আদালতের পর্যবেক্ষণ, "মুসলিম পুরুষ চাইলে চারটি পর্যন্ত বিয়ে করতে পারেন। শর্ত একটাই, সকলকে ভালো রাখতে হবে।"
Advertisement