shono
Advertisement
Madras High Court

'তামিলনাড়ুতে সরকারি চাকরি করতে হলে জানতেই হবে তামিল', ভাষাযুদ্ধের মাঝেই জানাল মাদ্রাজ হাই কোর্ট

'সরকারি কর্মীরা তামিল না জানতে কী করে চলবে?' প্রশ্ন উচ্চ আদালতের।
Published By: Biswadip DeyPosted: 01:23 PM Mar 12, 2025Updated: 01:43 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে সরকারি চাকরি করতে হলে জানতেই হবে তামিল ভাষা। চাকরি পাওয়ার পর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শিখে নিতে হবে তামিল লিখতে ও পড়তে। এক মামলায় এমনটাই জানিয়ে দিল মাদ্রাজ হাই কোর্ট। উচ্চ আদালতের মাদুরাই বেঞ্চের তরফে জানানো হয়েছে, ৬ সপ্তাহ পর চূড়ান্ত শুনানি হবে এই মামলার।

Advertisement

তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ডের এক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এম জয়কুমার নামের ওই কর্মী চাকরি পেলেও দু'বছরের মধ্যে বাধ্যতামূলক তামিলভাষার পরীক্ষায় পাশ করতে পারেননি। ফলে চাকরি তাঁকে হারাতে হয়েছিল। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হয়ে আর্জি জানান, তাঁর বাবা নৌসেনায় থাকায় তাঁদের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে থাকতে হয়েছে। যেহেতু সিবিএসই স্কুলে পড়েছেন, তাই তামিল শিখতে পারেননি।

বিচারপতি জি জয়চন্দ্রন ও বিচারপতি আর পূর্ণিমা জয়কুমারকে বলেন, ''সরকারি কর্মীরা তামিল না জানতে কী করে চলবে? কীভাবে তাঁরা দৈনন্দিন কাজ করবেন? যে কোনও রাজ্যে সরকারি কর্মীদের সেই রাজ্যের ভাষা জানতেই হবে। না জানলে চলবে কী করে?''

বেঞ্চের তরফে প্রশ্ন তোলা হয়, কী করে তামিল না জেনেই কেউ তামিলনাড়ুর সরকারি চাকরি করার ইচ্ছা পোষণ করতে পারেন। ফের ৬ সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। সেই শুনানি চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে। দক্ষিণী রাজ্যে ভাষাযুদ্ধ চলছে এই মুহূর্তে। হিন্দি ভাষার বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছে দ্রাবিড়ভূমে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন হিন্দির বিরুদ্ধে কার্যত যুদ্ধের ডাক দিয়েছেন। জানিয়েছেন, আমাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে। পাশাপাশি স্লোগান তুলেছেন, ‘‘তামিলনাড়ু লড়বে, তামিলনাড়ু জিতবে।’’ এর মধ্যেই তামিল ভাষা না জানতে সরকারি চাকরি করা যাবে না তামিলনাড়ুতে, এমনটাই জানিয়ে দিল উচ্চ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তামিলনাড়ুতে সরকারি চাকরি করতে হলে জানতেই হবে তামিল ভাষা।
  • চাকরি পাওয়ার পর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শিখে নিতে হবে তামিল লিখতে ও পড়তে।
  • এক মামলায় এমনটাই জানিয়ে দিল মাদ্রাজ হাই কোর্ট।
Advertisement