সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৈনিতালে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে এলাকা। সেই প্রভাব পড়তে চলেছে এলাকার পর্যটন শিল্পে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সিটি লেকের ৫০ শতাংশ আগাম বুকিং বাতিল করা হয়েছে। সূত্রের খবর, হোটেল ব্যবসায়ীরাও বুকিং বাতিল করার জন্য ফোন পেতে শুরু করেছেন।
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সি এক প্রৌঢ়কে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে এই ঘটনার পর সাধারণ মানুষের ক্ষোভের ফলে দোকান, বাজার সব বন্ধ। বিক্ষোভকারীরা বেশকিছু দোকানে ভাঙচুর চালায়। পাশাপাশি অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার দাবিতে একটি মসজিদের বাইরে বিক্ষোভ দেখায়।
হোটেলগুলি খোলা থাকলেও সোশাল মিডিয়ায় বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়তেই পর্যটকরা হঠাৎ করেই বুকিং বাতিল করতে শুরু করেছেন। হিন্দু সংগঠনগুলি শহরজুড়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হোটেল মালিকদের হোটেল বন্ধ রাখতে বলেছে বলে জানা গিয়েছে।
পাহাড়ের রানি নৈনিতাল। বছরের প্রায় অর্ধেক সময়ই এখানে পর্যটকদের ভিড় থাকে। শহরজুড়ে ৫০০-র বেশি হোটেল এবং হোমস্টে রয়েছে। কিন্তু পহেলগাঁও হত্যাকাণ্ডের পর এমনিতেই পর্যটনের মরশুমে ব্যবসায় ভাটা পড়েছিল। ব্যবসায়ীরা ছুটির দিনগুলির জন্য অপেক্ষা করছিলেন। তবে এই ঘটনার পরে নতুন করে আবার ব্যবসায় মন্দা দেখা দিতে শুরু করেছে বলে জানান হোটেল ব্যবসায়ীরা।
পর্যটকরা তাঁদের আগাম বুকিং বাতিল করতেই এর প্রভাব পড়েছে সেখানকার স্থানীয় অর্থনীতিতে। হোটেল এবং রেস্টুরেন্ট অ্যাসোসিয়শনের সভাপতি দিগ্বিজয় বিশাত বলেন, “বুধবারই ৫০ শতাংশ হোটেল বুকিং বাতিল হয়েছে। পাশাপাশি ছুটির দিনের বুকিং বাতিল করার জন্য একাধিক ফোন আসতে শুরু করেছে।” পাশাপাশি নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
