shono
Advertisement
Narendra Modi

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মোদির, সরকার গঠনের দাবি পেশ এনডিএর

Published By: Amit Kumar DasPosted: 06:32 PM Jun 07, 2024Updated: 08:45 PM Jun 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ জোটের নেতাদের সমর্থন মিলেছে আগেই। সেই লিখিত সমর্থনপত্র পেশ হয়েছে রাষ্ট্রপতির দরবারেও। এর পরই শুক্রবার সন্ধ্যেয় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানালেন হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই প্রস্তাব মেনে নিয়ে প্রধানমন্ত্রীর নিয়োগপত্র নরেন্দ্র মোদির হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি। পাশাপাশি চিরাচরিত প্রথা মেনে হবু প্রধানমন্ত্রীকে দই খাওয়ান রাষ্ট্রপতি। জানা গিয়েছে, আগামী ৯ জুন সন্ধ্যে ৬ টা নাগাদ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।

Advertisement

সরকার গঠনের দাবি পেশের পর রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদি বলেন, 'গত ২ দফায় যে গতিতে দেশ এগিয়েছে। সমাজের সব ক্ষেত্রে পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে। আমি দেশবাসীকে জানাতে চাই, আমাদের আরও ৫ বছরের কার্যকালে সেই একইগতিতে দেশের সব আশা-আকাঙ্ক্ষা পুরণে কোনও খামতি রাখবে না এই সরকার। আজ সকালে এনডিএর বৈঠকে সবাই আমায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য বেছে নিয়েছেন। এনডিএর তরফে রাষ্ট্রপতির কাছে তা জানানো হয়েছিল। এর পর রাষ্ট্রপতি আমায় ডেকেছিলেন, তিনি আমায় প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার কথা বলেছেন। ৯ তারিখ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করব।'

[আরও পড়ুন: এনডিএর বৈঠকে মোদির পাশে নীতীশ-নায়ডু, রবিবারই শপথ, জানাল বিজেপি]

একইসঙ্গে হবু প্রধানমন্ত্রী বলেন, 'সময়সীমার মধ্যে সব কাজ শেষ করাই আমাদের নতুন সরকারের লক্ষ্য হবে। গত ১০ বছরের কার্যকালে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হয়েছে, আগামী ৫ বছরে সেটা আরও এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য হবে। বর্তমান পৃথিবী নানা সংকটে ভুগছে। তারপরও আমরা বিশ্বের সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছি। আগামী ৫ বছরে দেশের অর্থনীতিকে বিশ্বের প্রথমসারির অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য হবে। রাষ্ট্রপতিকে ধন্যবাদ, উনি অনেক বড় দায়িত্ব পালনের জন্য আমায় আমন্ত্রণ জানিয়েছেন।'

[আরও পড়ুন: ‘গোটা দলটাই অবসর নিক’, ভারতীয় আমেরিকানদের কাছে হারতেই কটাক্ষের মুখে পাকিস্তান]

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএর (NDA) সব শরিকদের সাংসদদের বৈঠক ডাকা হয়। তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবনির্বাচিত সাংসদরা উপস্থিত হন। যোগ দেন শরিকদের শীর্ষ নেতারাও। ওই বৈঠকেই মোদিকে প্রধানমন্ত্রী পদে মোদির নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। অমিত শাহ, নীতীন গড়করি থেকে শুরু করে নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুরা সকলেই সেই প্রস্তাবে সায় দেন। সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হন মোদি। সেইমতো এদিন সন্ধ্যেয় সরকার গঠনের দাবি পেশ হল রাষ্ট্রপতির কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানালেন নরেন্দ্র মোদি।
  • রাষ্ট্রপতির তরফে নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়া হল প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার নিয়োগপত্র।
  • '৯ তারিখ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ', জানালেন মোদি।
Advertisement