shono
Advertisement
Narendra Modi

'সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলব', 'নিউ নর্মালে' পাকিস্তানকে তিন হুঁশিয়ারি মোদির

'নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না', হুঁশিয়ারি মোদির।
Published By: Amit Kumar DasPosted: 08:44 PM May 12, 2025Updated: 10:10 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতি হয়েছে ঠিকই, তবে অপারেশন সিঁদুর শেষ হয়নি। ভবিষ্যতে পাকিস্তানের গতিবিধির উপর ভারতের নজর থাকবে। বেগড়বাঁই করলে মুখের উপর জবাব দেওয়া হবে। সেটাও আমাদের নিজস্ব শর্তে, নিজস্ব পদ্ধতিতে। রবিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানকে নিউ নর্মালের তিন শর্ত স্পষ্ট করে দিলেন মোদি।

Advertisement

নিউ নর্মাল ব্যাখ্যা করে নরেন্দ্র মোদি পাকিস্তানকে বুঝিয়ে দেন, আগামী দিনে ভারতে কোনওরকম সন্ত্রাস হলে পাকিস্তানকে ছেড়ে কথা বলা হবে না। নিউ নর্মালের তিন শর্ত উল্লেখ করে মোদি বলেন,

১. ভারতের মাটিতে সন্ত্রাস হলে মুখের উপর তার জবাব দেবে ভারত। ভারতের নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব শর্তে এই জবাব দেওয়া হবে। পাকিস্তানের যেখান থেকে সন্ত্রাসের শিকড় বের হয়, সেই সমস্ত জায়গায় হামলা চলবে।

২. কোনও পরমাণু ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। পরমাণু ব্ল্যাকমেলের আড়ালে বেড়ে ওঠা সন্ত্রাসের ঠিকানায় ভারত নির্ভুল আঘাত হানবে।

৩. পাকিস্তানে সন্ত্রাসের মদতদাতা সরকার ও জঙ্গিদের মধ্যে কোনও পার্থক্য করা হবে না। পাকিস্তানের ঘৃণ্য আচরণ ইতিমধ্যেই বিশ্ব দেখেছে। কীভাবে পাক সেনা জঙ্গিদের শেষকৃত্যে গিয়ে শোকপ্রকাশ করেছিল। এটাই সরকার নিয়ন্ত্রিত সন্ত্রাসের সবচেয়ে বড় প্রমাণ।

এদিন বক্তব্যের শুরুতেই অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গিরা। এই ঘটনার পর সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। এখন সবাই জেনে গিয়েছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি। অপারেশন সিঁদুর সবাইকে ন্যায় দিয়েছে। ভারত যে তার জবাবে এমন প্রচণ্ড আঘাত হানতে পারে জঙ্গিরা তা স্বপ্নেও ভাবেনি। পাকিস্তানের সন্ত্রাসের আড্ডায় ভারতের মিসাইল, ড্রোন হামলা শুধু সন্ত্রাসের ইমারত নয়, ওদের সাহস গুঁড়িয়ে দিয়েছে। সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছেছিল, তাই ভারত সন্ত্রাসের হেড কোয়ার্টার গুঁড়িয়েছে। ১০০-র বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংঘর্ষবিরতি হয়েছে ঠিকই, তবে অপারেশন সিঁদুর শেষ হয়নি।
  • ভবিষ্যতে পাকিস্তানের গতিবিধির উপর ভারতের নজর থাকবে।
  • বেগড়বাই করলে মুখের উপর জবাব দেওয়ার হুশিয়ারি মোদির।
Advertisement