shono
Advertisement

দূষণ নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ সরকার, রাজ্যকে পাঁচ কোটি জরিমানা পরিবেশ আদালতের

রাজ্যের মুখ্যসচিবকে আদালতে তলব৷ The post দূষণ নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ সরকার, রাজ্যকে পাঁচ কোটি জরিমানা পরিবেশ আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:15 PM Nov 29, 2018Updated: 02:15 PM Nov 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিকে টেক্কা দিচ্ছে শহর কলকাতা৷ প্রতিযোগিতা এবার দূষণে৷ চলতি মাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স বা দূষণের সূচক বলছে, রাজধানীর সঙ্গে টেক্কা দিয়ে দূষণের একক ছুঁয়েছে ৪০০’র দোরগোড়ায়৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মনিটরিং স্টেশনের তরফে জানানো হয়েছে, দূষণের মাত্রা  ৪০০ অতিক্রম করা মানেই তা ‘সিভিয়ার’ ক্যাটেগরিতে পড়ে৷ অর্থাৎ বিপজ্জনক৷ গত ৯ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সাতদিন কলকাতার দূষণের পরিমাণ রাজধানী দিল্লিকে ছাপিয়ে গিয়েছে৷ কিন্তু, লাগাতার বায়ুদূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কী করছে রাজ্য সরকার? মূলত এই অভিযোগ তুলে রাজ্যের ঘাড়ে বিপুল পরিমাণ জরিমানা চাপাল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি৷ অভিযোগ, পরিবেশ আদালতের দেওয়া নির্দেশ লঙ্ঘন করার জেরে রাজ্যের কাছে ৫ কোটি টাকার জরিমানা চাপানো হয়েছে৷

Advertisement

[পৃথিবীর উপর নজর রাখতে মহাকাশে ‘ছোটা ভীম’ পাঠাল ISRO]

পরিবেশ আদালতের বিশেষ কমিটি ২০১৬ সালে রাজ্য সরকারকে নির্দেশ দেয়, পরিবেশ বাঁচাতে অবিলম্বে যাতে পদক্ষেপ নেয় রাজ্য৷ দেওয়া হয়, একগুচ্ছ নির্দেশ৷ ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল, রাস্তার ওপর খোলাখুলি আবর্জনা পোড়ানো বন্ধ করা, অটো ও বেসরকারি গাড়িতে গ্যাসের ব্যবহার বাড়ানো৷ কিন্তু, পরিবেশ আদালতের নির্দেশ পালনে খামতি দেখা দেওয়ায় রাজ্যের ঘাড়ে পাঁচ কোটি টাকার বোঝা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরিবেশ আইনের ২০ নম্বর ধারা অনুযায়ী, বিপুল পরিমাণ এই জরিমানা আগামী দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে মেটাতে হবে রাজ্যকে৷ জরিমানা জমা দিতে দেরি হলে প্রতি এক মাসের জন্য এক কোটি টাকা বৃদ্ধি হবে বলেও জানানো হয়েছে পরিবেশ আদালতের তরফে৷ পরিবেশ দূষণ মোকাবিলায় কী কী উদ্যোগ নিয়েছে রাজ্য, আগামী দিনে কী কী পরিকল্পনা রয়েছে, তা জানতে আগামী বছর ৮ জানুয়ারি রাজ্যের মুখ্য সচিবকে আদালতে তলব করা হয়েছে বলে খবর৷

[কাশ্মীরে সেনার গুলিতে ঝাঁঝরা আরও দুই লস্কর জঙ্গি]

সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের এক সমীক্ষায় পাওয়া তথ্য বলছে, ২০১৬ সালে রাজধানীতে বায়ুদূষণের ফলে মৃত্যু হয়েছে অন্তত ১৫ হাজারের কাছাকাছি মানুষের৷ সমীক্ষা অনুযায়ী, বায়ুদূষণে বিশ্বে মৃত্যুর নিরিখে শীর্ষ দুটি স্থানই দখল করেছে চিনের দুই শহর৷ প্রথম স্থানে রয়েছে বেজিং৷ দ্বিতীয় স্থানে সাংহাই৷ বেজিং ও সাংহাইয়ের পর তৃতীয় স্থানেই রয়েছে দিল্লি৷ বিশ্বের নিরিখে দিল্লি তৃতীয় স্থানে থাকলেও, দেশের হিসাবে প্রথমে রয়েছে রাজধানীর নাম৷ যেখানে মৃত্যুর সংখ্যা ১০,৫০০৷ তার ঠিক পরেই রয়েছে কলকাতা৷ তিলোত্তমায় বায়ুদূষণে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩০০ জনের৷ বায়ুদূষণের ফলে বেঙ্গালুরু ও চেন্নাইয়ে ৪ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে৷ যুগ্মভাবে সমীক্ষা রিপোর্টে চতুর্থ স্থান পেয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই৷ রিপোর্টে বলা হয়েছে, বায়ুদূষণের সমস্যা সবচেয়ে বেশি রয়েছে চিন, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে৷ ফলে, পরিস্থিতি যে উদ্বেগজনক তা খুব সহজেই মালুম পাচ্ছেন উপমহাদেশের বাসিন্দারা৷

The post দূষণ নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ সরকার, রাজ্যকে পাঁচ কোটি জরিমানা পরিবেশ আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement