shono
Advertisement

খাট্টারের ইস্তফার পরে হরিয়ানার মুখ্যমন্ত্রী হবেন নায়েব সিং সাইনি! শপথগ্রহণ মঙ্গলবারই

বিকেল পাঁচটায় শপথগ্রহণ বলে গুঞ্জন।
Posted: 03:00 PM Mar 12, 2024Updated: 06:10 PM Mar 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা নায়েব সিং সাইনি। আজ, ১২ মার্চ বিকেল পাঁচটায় তিনি শপথগ্রহণ করতে পারেন। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। মঙ্গলবার সকালে ইস্তফা দিয়েছেন হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার (Manohar Lal Khattar)।

Advertisement

এদিন খাট্টারের ইস্তফার পরেই গোটা মন্ত্রিসভা পদত্যাগ করেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে এদিনই নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলেই খবর। কিন্তু কেন হঠাৎ হরিয়ানায় এই ‘মহানাটক’? লোকসভা নির্বাচনের আগে শরিক দলের সঙ্গে আসন রফা নিয়ে গোলমাল নিয়েই এই অস্থিরতা। ফলে গেরুয়া শিবির ও দুশ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির জোটের মতানৈক্যের জেরে হরিয়ানায় অস্থিরতা। এদিকে দুই শরিকের মধ্যে মতপার্থক্য কিন্তু হয়েছে বার বার। জেজেপির সঙ্গে খাট্টারের মধ্যে মতবিরোধ আগেও প্রকাশ্যে এসেছে।

[আরও পড়ুন: CAA চালু হতেই শুভেন্দুর মুখে মতুয়াদের ‘হরি বোল’, ধরনার হুঁশিয়ারি মমতাবালার]

এই পরিস্থিতিতে সূত্রের দাবি, ১০ লোকসভা আসনের মধ্যে ৩টি আসনের দাবি জানিয়েছিল জেজেপি। কিন্তু বিজেপি একটার বেশি আসন তাদের ছাড়তে নারাজ। আর সেখান থেকেই শুরু মতপার্থক্য। আর তারই ফলশ্রুতি এই পদত্যাগ। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে নাটক জমজমাট হরিয়ানায়। এরই পাশাপাশি একটি গুঞ্জনও রয়েছে। খাট্টার কি লোকসভা নির্বাচনে লড়বেন? এই নিয়েও আলোচনা চলছে।

[আরও পড়ুন: অবশেষে কার্যকর CAA, কী এই আইন? কেন এনিয়ে এত বিতর্ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement