সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল। একাধিক বদল প্রকল্পের শর্তেও। মনরেগা বা MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (সংক্ষেপে জি রাম জি) করার প্রস্তাব। মোদি সরকারের প্রস্তাবিত নয়া বিল নিয়ে ইতিমধ্যেই প্রবল আপত্তি জানিয়েছে বিরোধী শিবির। এবার শোনা যাচ্ছে, এনডিএ-র অন্দরেও এই বিলের প্রবল বিরোধিতা হচ্ছে।
প্রস্তাবিত প্রস্তাবিত বিলে ১০০ দিনের কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। এর ফলে রাজ্যগুলির উপর চাপ বাড়ছে। তাছাড়া আগে রাজ্যের চাহিদা অনুযায়ী, এই প্রকল্পে বরাদ্দ করা হত। এবার থেকে কেন্দ্র ঠিক করবে কোন রাজ্যে কত বরাদ্দ করা হবে। ফলে সাধারণ শ্রমিকরা ১০০ দিনের কাজ পাবেনই, তেমন কোনও নিশ্চয়তা থাকছে না। আগে এই বিলে কাজের নিশ্চয়তা ছিল।
শোনা যাচ্ছে, এনডিএ-র দুই বড় শরিক জেডিইউ এবং তেলুগু দেশম পার্টি এই বিল নিয়ে আপত্তি রয়েছে। তবে তাঁদের আপত্তির কারণ রামের নাম নয়। বিলের প্রস্তাবিত নিয়ম। ওই বিলে বলা হয়েছে, এবার থেকে ১২৫ দিনের কাজের খরচের ৪০ শতাংশ খরচ দিতে হবে রাজ্য সরকারকে। তাতেই আপত্তি এনডিএ শরিকদের। নাম জানাতে অনিচ্ছুক জেডিইউয়ের এক সাংসদ বলেছেন, "বিহার এমনিই আর্থিকভাবে পিছিয়ে পড়া। আমরা অতিরিক্ত প্যাকেজ দাবি করছিলাম। তার বদলে বাড়তি চাপ পড়তে চলেছে।" টিডিপির এক সাংসদ বলছেন, "এমন নয় যে আমরা বিলটির প্রবল বিরোধী। কিন্তু রাজ্যের উপর বাড়তি বোঝার বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের উপরও অতিরিক্ত চাপ পড়ছে।"
এনডিএর শরিক দলগুলি সরসরি বিলটির বিরোধিতা করছে না ঠিকই। কিন্তু বিলটির একাধিক শর্তে তাঁদের আপত্তি আছে। যা নিয়ে অসন্তোষও গোপন করছেন না। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চাপে বিজেপি।
