সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক অবস্থা ভালো নয়, তাই চিঠি লিখে তিন দিনের কন্যা সন্তানকে ফেলে দিয়ে গেলেন মা-বাবা! শনিবার নভি মুম্বইয়ের পানভেল এলাকার টাক্কা কলোনিতে ঘটা এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। জানা গিয়েছে, একটি জঞ্জালের স্তূপ থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। প্রথম দিকে এতটা গুরুত্ব না দিলেও, কান্না না থামায় জঞ্জাল সরিয়ে তাঁরা দেখতে পান একটি শিশুকন্যাকে জঞ্জালের মধ্যে ফেলে গিয়েছে কেউ। তারই সঙ্গে একটি চিঠিও দিয়ে গিয়েছেন। যেখানে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে ‘সরি’।
এদিকে শিশুটিকে উদ্ধার করার পর খবর দেওয়া হয় পুলিশে। এরপরই শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রবিবার এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, শিশুটির বয়স তিন দিন। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে।
এদিকে ঘটনাস্থল থেকে ইংরেজিতে লেখা একটি চিঠিটি উদ্ধার হয়েছে, সেখানে নবজাতকের মা, বাবা দাবি করেছেন যে তাঁদের আর্থিক অবস্থা ভালো নয়। যার কারণে তাঁরা শিশুটিকে লালন-পালন করতে পারবেন না। সেই কারণেই এখানে রেখে দিয়ে গিয়েছেন বলে ওই চিঠিতে জানিয়েছেন। এমনকী ওই শিশুটিকে ফেলে দিয়ে যাওয়ার জন্য চিঠির মধ্যে ‘সরি’ লিখে ক্ষমাও চেয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শিশুটির মা, বাবার খোঁজ চালানোর চেষ্টা করা হচ্ছে। তাছাড়া আর্থিক সংকটের কারনেই তাঁরা শিশুকন্যাটিকে ফেলে দিয়ে গিয়েছেন নাকি, এর পিছনে অন্য কেনও কারন রয়েছে তাও খচিয়ে দেখা হচ্ছে।
