shono
Advertisement
Kerala

সিলেবাস নয়, নয়া শিক্ষাবর্ষের প্রথম ১৪ দিন সমাজকে চিনবে পড়ুয়ারা, অভিনব উদ্যোগ প্রশাসনের

দেশের মধ্যে প্রথম কেরল সরকারের তরফেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 08:51 PM May 16, 2025Updated: 08:51 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ১৯৩০ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘চার অধ্যায়’ উপন্যাসে লিখে গিয়েছিলেন, ‘পড়তে হলে আগে সমাজকে জানতে হবে।’ কবিগুরুর সেই ভাবনা এবার বাস্তবায়িত হতে চলেছে দক্ষিণের একটি রাজ্যে। সম্প্রতি কেরল সরকারের তরফে জানানো হয়েছে ২০২৫-২০২৬ সালের শিক্ষাবর্ষের শুরুতে পড়ুয়ারা কোনও বই পড়বে না। পরিবর্তে এই ১৪ দিন তারা সামাজিক সচেতনতা বিষয়ে জানবে।

Advertisement

দেশের মধ্যে প্রথম কেরল সরকারের তরফেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যা ছাত্র-ছাত্রীদের সমাজের বিষয়ে জানতে সহযোগিতা করবে। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টি জানান, এই ১৪ দিন ধরে পড়ুয়ারা সমাজের বিভিন্ন বিষয় যেমন, মাদক ব্যবহারে খারাপ দিক, সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি-সহ নানান বিষয় সম্পর্কে জানবে। মন্ত্রী বলেন, “এই দু’সপ্তাহ ধরে পড়ুয়ারা ধারাবাহিক পড়শোনার থেকে একটু অন্য ধরনের পড়শোনা করবে। তারা কোনও বই পত্র পড়বে না। বদলে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান আরোহন করবে।”

তিনি জানান, দু’দিন ধরে পুলিশ, আবগারী দপ্তর, শিশু সুরক্ষা কমিশন, শিশু ও নারী উন্নয়ন, জাতীয় স্বাস্থ্য মিশন, রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (এসসিইআরটি) এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ শিবিরে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পড়ুয়ারা অংশগ্রহণ করবে। অন্যদিকে, হাই স্কুলের পড়ুয়ারা জুন মাসের ১৮ তারিখ থেকে এক সপ্তাহের জন্য একই ধরনের শিবিরে অংশগ্রহণ করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরল সরকারের তরফে জানানো হয়েছে ২০২৫-২০২৬ সালের শিক্ষাবর্ষের শুরুতে পড়ুয়ারা কোনও বই পড়বে না।
  • পরিবর্তে এই ১৪ দিন তারা সামাজিক সচেতনতা বিষয়ে জানবে।
  • বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement