shono
Advertisement
VHP Leader

'অপবিত্র হবে গঙ্গা', হরিদ্বারের ঘাটে অহিন্দুদের স্নানে নিষেধাজ্ঞার দাবি VHP নেত্রীর

গঙ্গার ঘাট এলাকায় অহিন্দুদের সম্পত্তি কেনার বিষয়েও নিষেধাজ্ঞা দাবি গেরুয়া নেত্রীর।
Published By: Kishore GhoshPosted: 03:10 PM Jan 07, 2026Updated: 03:50 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অহিন্দুদের স্নানে অপবিত্র হবে গঙ্গার জল। সেই কারণে হরিদ্বারের ঘাটে হিন্দু ছাড়া অন্যদের স্নান নিষিদ্ধ করা হোক। এই দাবি তুললেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী। ২০২৭ সালে হরিদ্বারে অর্ধ কুম্ভ মেলা রয়েছে। তার আগে এই দাবি তুললেন কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেত্রী।

Advertisement

২০২৭ সালের ১৪ জানুয়ারি হরিদ্বারে শুরু হবে অর্ধকুম্ভ। ৪৫ দিন ধরে চলবে সনাতন ধর্মাবলম্বীদের বিরাট মেলা। দেশে-বিদেশ থেকে লক্ষ লক্ষ সাধু-সন্ত এবং পুণ্যার্থীরা আসবেন হরিদ্বারে। উদ্দেশ্য হল অমৃতস্নান, যা মকর সংক্রান্তির পুণ্য লগ্নে হয়ে থাকে। উত্তরপ্রদেশ প্রশাসনের অনুমান, আগামী বছরে অর্ধ কুম্ভের ৪৫ দিনে ছয় থেকে সাত কোটি মানুষ জরো হবেন হরিদ্বারে। বুধবার বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী দাবি করলেন, কুম্ভ মেলা প্রাঙ্গন এবং হর কি পৌরি ঘাটকে 'অমৃত ক্ষেত্র' হিসাবে ঘোষণা করা হোক। এবং এই অঞ্চলে অহিন্দুদের গতিবিধি সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক।

অহিন্দুদের নিষিদ্ধ করার বিষয়ে একদিকে যেমন ধর্মীয় পবিত্রতার প্রসঙ্গ টেনেছেন গেরুয়া নেত্রী, অন্যদিকে নিরাপত্তার প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেন, অতীতে হিন্দু ধর্মের পবিত্র স্থানগুলিতেও "জিহাদি কার্যকলাপ" দেখা গিয়েছে। এত বড় ধর্মীয় জমায়েতের জন্য যা বিপজ্জনক। তিনি বলেন, "আমি জানতে পেরেছি যে দিল্লি থেকে কিছু মহিলা সম্প্রতি হরিদ্বারে এসে 'খারাপ উদ্দেশ্যে' গঙ্গায় স্নান করেছেন। এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হব।" সাধ্বী প্রাচী আরও দাবি করেন, কুম্ভ এলাকায় "জিহাদি উপাদান" নিষিদ্ধ করতে একটি আইন আনুক সরকার। এই অঞ্চলে অহিন্দুদের সম্পত্তি কেনার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৭ সালের ১৪ জানুয়ারি হরিদ্বারে শুরু হবে অর্ধকুম্ভ।
  • উত্তরপ্রদেশ প্রশাসনের অনুমান, অর্ধ কুম্ভের ৪৫ দিনে ছয় থেকে সাত কোটি মানুষ জরো হবেন হরিদ্বারে।
Advertisement