সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমানে যাতায়াতের সময় আর আমিষ খাবার পাবেন না ইকোনমি ক্লাসের যাত্রীরা। ফলে অনিচ্ছা সত্ত্বেও নিমামিষ আহারই করতে হবে তাঁদের। খরচ কমাতে এমনই পদক্ষেপ নিল দেশীয় বিমান সংস্থা বলে খবর।
এতদিন এয়ার ইন্ডিয়ার ইকনমি ক্লাসের যাত্রীরা নিরামিষ ও আমিষের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ পেতেন। নয়া সিদ্ধান্তে আর সেই সুযোগ মিলবে না। বিজনেস ও ফার্স্ট ক্লাসে অবশ্য আগের মতোই আমিষ খাবারের ব্যবস্থা থাকবে। তবে বিমান সংস্থার এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, অন্যান্য ক্লাস পেলেও ইকোনমি ক্লাস কেন এই ব্যবস্থা থেকে বঞ্চিত হবেন। জানা গিয়েছে, দেশীয় উড়ানে কমপক্ষে ৫৫ হাজার কোটি টাকার দেনার মুখে সংস্থা। খরচ কমাতেই মূলত এই সিদ্ধান্ত। সূত্রের খবর, ২০১৫ সালে ডিসেম্বরে ৯০ মিনিটের কম সময়ের উড়ানে আমিষ খাবার নিষিদ্ধ হয়েছিল। এবার এয়ার ইন্ডিয়ার সমস্ত দেশীয় বিমান যাত্রার ক্ষেত্রেই সেই নিয়ম প্রযোজ্য হল। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানি বলছেন, “গত মাসেই সব দেশীয় উড়ানের ইকনমি ক্লাসে আমিষ খাবার দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে খরচ অনেকটাই বাঁচানো সম্ভব হবে। পাশাপাশি যিনি নিরামিষ খান, তাঁকে আমিষ খাবার দেওয়ার
মতো ভুলও এড়ানো যাবে। অতীতে এমন ঘটনায় অনেক যাত্রীই ক্ষুব্ধ হয়েছেন। সেই কারণেই আমিষ খাবার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
[নাইট ক্লাবে নেপালি মহিলার শ্লীলতাহানি ঘিরে তুলকালাম, গ্রেপ্তার ৩]
সংস্থার আরেক আধিকারিক বলেন, প্রতি বছর যাত্রীদের খাবারের জন্য তাঁদের ৪০০ কোটি টাকা খরচ হয়। ইকনমি ক্লাসে আমিষ বন্ধ হওয়ায় বছরে ৮ কোটি টাকা সাশ্রয় হবে। দেশীয় উড়ানে এতদিন ৩০ শতাংশ আমিষ এবং ৭০ শতাংশ নিরামিষ খাবার রাখা হত। কিন্তু প্রায়ই দেখা যাচ্ছিল নিরামিষ খাবার শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এবার নিরামিষাশি যাত্রীদের সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে। সব দিক মাথায় রেখেই ইকনমি ক্লাসে শুধু নিরামিষ খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্ত যাত্রীদের মুখে হাসি ফোটাতে পারেনি। জাতীয় বিমানযাত্রী সংগঠনের সচিব মহেশ রেড্ডি এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছেন। তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার এই ধরনের সিদ্ধান্ত ঠিক নয়। যাত্রীদের মতামত নিয়ে তবেই এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
[চলন্ত ট্রেনে তরুণীর সামনেই হস্তমৈথুন, অভিযোগে হেসেই খুন পুলিশ]
The post খরচে কুলোচ্ছে না, নিরামিষ হচ্ছে এয়ার ইন্ডিয়ার ইকোনমি ক্লাস appeared first on Sangbad Pratidin.