shono
Advertisement
NTPC

বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি, আততায়ীদের হাতে খুন NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজার

আতঙ্কিত হয়ে পড়েছেন এনটিপিসি কর্মীরা।
Published By: Anwesha AdhikaryPosted: 04:26 PM Mar 08, 2025Updated: 04:26 PM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে গুলি করে খুন করা হল NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে। জানা গিয়েছে, শনিবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগে আচমকাই গুলি চালানো হয় কুমার গৌরবের দিকে। সঙ্গে সঙ্গে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ঝাড়খণ্ডের এই অঞ্চলে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের উপর এভাবে হামলা ঘটনা আগেও ঘটেছে। আরও একবার সেই ভয়াবহ হামলার পুনরাবৃত্তি হল ঝাড়খণ্ডে। সূত্রের খবর, গুলি চালানোর ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ। ওই সময়ে অফিসে যাচ্ছিলেন গৌরব। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের কেরেনদারি অফিসে কর্মরত ছিলে তিনি। অফিসে যাওয়ার পথে আচমকাই বাইকে চেপে আসে কয়েকজন আততায়ী। গৌরবের গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় তারা।

গুলিবৃষ্টির সময় গাড়ির সামনের সিটে বসেছিলেন এনটিপিসি আধিকারিক। চালক ছাড়াও এসইউভি গাড়িতে আরও দুজন ছিলেন। গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় গৌরবকে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। সেখানে বেশ কয়েকজন এনটিপিসি আধিকারিক উপস্থিত ছিলেন। সহকর্মীর এমন মর্মান্তিক পরিণতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা।

হাজারিবাগের পুলিশ সুপার অরবিন্দ কুমার সিং জানান, আততায়ীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় সাংসদ মণীশ জয়সওয়ালের মতে, এনটিপিসি আধিকারিকের মৃত্যুতে ঝাড়খণ্ডের শিল্পের উন্নতি ব্যাহত হবে। কারণ গোটা রাজ্যজুড়ে বাড়ছে অপরাধ প্রবণতা। উল্লেখ্য, এই এলাকাতেই বছরদুয়েক আগে ঋত্বিক কোম্পানির জেনারেল ম্যানেজারকে একইভাবে খুন করেছিল আততায়ীরা। আবারও এমন হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন এনটিপিসি কর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়খণ্ডের এই অঞ্চলে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের উপর এভাবে হামলা ঘটনা আগেও ঘটেছে।
  • গুলিবৃষ্টির সময় গাড়ির সামনের সিটে বসেছিলেন এনটিপিসি আধিকারিক। চালক ছাড়াও এসইউভি গাড়িতে আরও দুজন ছিলেন।
  • হাজারিবাগের পুলিশ সুপার অরবিন্দ কুমার সিং জানান, আততায়ীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।
Advertisement