shono
Advertisement

ওড়িশার কোরাপুটে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১০, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Posted: 09:30 AM Feb 01, 2021Updated: 09:30 AM Feb 01, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা। একটি পিক আপ ভ্যান উলটে মৃত্যু অন্তত দশজনের। আহত আরও অন্তত ১৫ জন। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কোরাপুট জেলায় কোটপুট থানা এলাকায়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে ছত্তিশগড়ের নাগরনার এলাকা থেকে ওড়িশার কোটপুটে যাচ্ছিলেন ওই পিক আপ ভ্যানের যাত্রীরা। রাস্তায় হঠাতই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। পরে হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পিক আপ ভ্যানটিতে যাত্রী সংখ্যা ছিল অত্যাধিক। যার ফলে দুর্ঘটনাটির ভয়াবহতা অনেক বেশি হয়েছে বলেই দাবি স্থানীয়দের।

[আরও পড়ুন: রাজস্থানের পুরভোটে জোর টক্কর, বিজেপির থেকে সামান্য এগিয়ে কংগ্রেস]

ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। টুইটারে তিনি বলেছেন,”কোরাপুটের দুর্ঘটনায় যারা প্রাণ হারালেন, তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ” ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। স্থানীয় আধিকারিকরাও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement