shono
Advertisement
Madhya Pradesh

পুরনো কয়েনেই মিলবে লক্ষ লক্ষ টাকা, প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী বৃদ্ধ!

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:50 PM Jul 06, 2025Updated: 06:43 PM Jul 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো কয়েনের বদলে বিপুল টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! অবশেষে মানসিক চাপ ও দেনায় জড়িয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ! গত ৪ জুলাই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া শহরে। সেখানকার বাসিন্দা অবসরপ্রাপ্ত নিপারত্তারক্ষী ৬৫ বছরের সরোজ দুবে নিজের লাইসেন্সী বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্তু শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শহরের একটি স্কুলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওই ব্যক্তি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১ জুলাই একটি অচেনা নম্বর থেকে সরোজের কাছে ফোন আসে। ফোনের ওপার থেকে নিজেকে ‘ইন্ডিয়ান ওল্ড কোম্পানি’র প্রতিনিধি বলে পরিচয় দেন এক ব্যক্তি। সরোজকে তিনি বলেন, ‘পুরনো কয়েন কিনছে সরকার। তার বিনিময়ে মোটা টাকা দেওয়া হচ্ছে।’ বেশ কয়েকটি কয়েন দিতে পারলে প্রায় ৬৬ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানান প্রতারকরা।

ফাঁদে পা দিতেই বৃদ্ধের সঙ্গে প্রতারণা শুরু হয়। প্রসেসিং চার্জ হিসাবে প্রথমে ৫২০ টাকা চাওয়া হয়। এরপর কখনও জিএসটি আবার কখনও সিকিউরিটি ডিপোজিট, নানা অজুহাতে হাজার হাজার টাকা নেওয়া হয় সরোজের কাছ থেকে। প্রতারকদের ফাঁদে পড়ে বিভিন্ন জায়গা থেকে দেনা করে প্রায় ৬০ হাজার টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন সরোজ। এরই মধ্যে ৩ জুলাই ফোন করে ১০ হাজার টাকা চাওয়া হয়। ওই টাকা না দিলে কোনও টাকা ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেন প্রতারকরা। পুরো ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তাঁরা পুলিশে অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

সেই পরামর্শ শোনেননি ওই বৃদ্ধ। এরই মধ্য চলতি মাসের ৪ তারিখ একটি পুরনো বাড়ি থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এরই মধ্যে ৫ জুলাই আবার ফোন করেন প্রতারকরা। সরোজের স্ত্রী ফোন ধরলে তাঁর কাছ থেকে ৫ হাজার টাকা চাওয়া হয়। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। সরোজের ফোন ও লেনদেনের সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত করা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরনো কয়েনের বদলে বিপুল টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা!
  • অবশেষে মানসিক চাপ ও দেনায় জড়িয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ!
  • গত ৪ জুলাই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া শহরে।
Advertisement