সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন। এই হামলার নিন্দার পাশাপাশি উপত্যকার সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তাবাহিনীকে বড় বার্তা দিলেন সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জানালেন, এই ধরনের হামলা রুখতে নিরাপত্তাবাহিনী সেই সমস্ত পদক্ষেপ অবলম্বন করা উচিত যাতে হিংসামুক্ত হয় উপত্যকা।
রবিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের লালচক বাজার এলাকায় ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের কাছে গ্রেনেড হামলা চালিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। লালচকে ট্যুরিস্ট রিসেপশন সেন্টার বা পর্যটক সহযোগিতা কেন্দ্রে থাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। রবিবার এখানেই বাজার বসে। কেনাকাটির জন্য ভিড়ও হয়। সেই ভিড়ের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাজারে ঠেলাগাড়ির উপর একটি অস্থায়ী দোকানে গ্রেনেড বিস্ফোরণ হয়। বিস্ফোরণস্থলের কাছেই ছিল সিআরপিএফের একটি বাঙ্কার।
এই হামলার পরই সোশাল মিডিয়ায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'বিগত কয়েকদিন ধরেই জঙ্গি হামলা ও সেনার সঙ্গে সংঘর্ষের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। আজ শ্রীনগরে জঙ্গিরা নিরপরাধ মানুষের উপর গ্রেনেড হামলা চালাল। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সাধারণ মানুষকে টার্গেট করা কাপুরুষদের কাজ। আমার মনে হয়, দেশের নিরাপত্তা বাহিনীর উচিত যাবতীয় কড়া পদক্ষেপ গ্রহন করা যাতে কাশ্মীর ঘাঁটিতে এই ধরনের ঘটনা আর না ঘটে। যাতে নির্ভয়ে বাস করতে পারেন সাধারণ মানুষ।'
এই ইস্যুতে সম্প্রতি মুখ খুলতে দেখা গিয়েছে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুখ আবদুল্লাকেও। তিনি বলেন, আমার মনে হয় এখানে সরকারের উপর চাপ বাড়াতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছ। আমার মনে হয়, কেন্দ্রীয় সরকারের উচিত এই ধরনের হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা। একইসঙ্গে তিনি যোগ করেন, জঙ্গিকে হত্যা না করে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিৎ তাতে স্পষ্ট হবে এই ধরনের হামলার পিছনে কারা রয়েছে।