সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল ঠিকানা দেওয়ার অভিযোগে গ্রাহককে বেদম মার অনলাইন ডেলিভারি বয়ের। মারের চোটে মাথা ফাটল গ্রাহকের। পরিস্থিতি এতটাই গুরুতর যে আহত ওই যুবককে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, এই ঘটনা গত বুধবারের। পেশায় ব্যবসায়ী শশাঙ্ক নামের এক যুবক অনলাইনে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলেন। বিষ্ণুবর্ধন নামে এক যুবক সেই অর্ডার নিয়ে আসেন। তবে জিনিসপত্রের ডেলিভারি নেন গ্রাহকের শ্যালিকা। ডেলিভারি বয় অভিযোগ করেন, যে ঠিকানা দেওয়া হয়েছে তা ভুল। এই নিয়ে দুই পক্ষের তর্কাতর্কি হাতাহাতির রূপ নেয়। অভিযোগ শশাঙ্কের মাথায় সজোরে ঘুসি মারেন ডেলিভারি এজেন্ট। চলে অশ্রাব্য গালিগালাজ। শুধু তাই নয়, বাইক নিয়ে পালানোর আগে শশাঙ্কের মুখে এবং মাথায় একাধিক ঘুষি মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, মারের চোটে শশাঙ্কের মাথার খুলির হাড়ে চিড় ধরেছে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, একসপ্তাহের মধ্যে যদি ঠিক না হয় সেক্ষেত্রে অস্ত্রোপচারের করতে হতে পারে।
এরপরই গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় শেয়ার করেন শশাঙ্ক। পাশাপাশি তাঁর আহত অবস্থার ছবি ও চিকিৎসার রিপোর্টও তুলে ধরেন। এই পর বিষয়টি নিয়ে মুখ খোলে জিপ্টো। সংস্থার তরফে জানানো হয়েছে, 'এই ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। পেশাদার আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত করব আগামী দিনে যেন এমনটা না ঘটে।' এদিকে গোটা ঘটনায় অভিযুক্ত ডেলিভারি বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
