shono
Advertisement
Assam

সিঁদুরে ষড়যন্ত্র! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অসমে গ্রেপ্তার প্রাক্তন বায়ুসেনা আধিকারিক

কর্মসূত্রে তেজপুরের বায়ুসেনা ঘাটিতে ছিলেন অভিযুক্ত।
Published By: Kishore GhoshPosted: 05:33 PM Dec 13, 2025Updated: 05:35 PM Dec 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকায় এবার জুড়ল অসমের নাম। সেখানে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হল বায়ু সেনার প্রাক্তন আধিকারিককে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কুলেন্দ্র শর্মা। তিনি তেজপুরের পাতিয়ার বাসিন্দা। সন্দেহজনক কাজকর্মের জেরে দীর্ঘদিন ধরে তাঁর উপর নজর রাখছিল পুলিশ। প্রাথমিক তদন্তের পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিকের বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ উঠেছে।

অভিযুক্তের মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেখানে সন্দেহজনক জিনিসপত্র মিলেছে। বেশ কিছু সন্দেহজনক তথ্য ডিলিট করা হয়েছে বলেও দাবি তদন্তকারীদের। সোনিতপুরের ডিএসপি হরিচরণ ভূমিজের বক্তব্য, মনে হচ্ছে পাকিস্তানের সঙ্গে কুলেন্দ্র শর্মার ভালো সম্পর্ক রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোটা বিষয়টা পরিষ্কার হবে না।

অবসরের আগে তেজপুরের বায়ুসেনা ঘাঁটিতে দায়িত্বে ছিলেন কুলেন্দ্র শর্মা। যেখানে সুখোই ৩০ স্কোয়াড্রন-সহ বহু গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে। ২০০২ সালে তিনি অবসর নেন। এরপর তিনি তেজপুর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন কাজ করেন। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় কুলেন্দ্র শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কুলেন্দ্র শর্মা।
  • অভিযুক্তের মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Advertisement