shono
Advertisement

Breaking News

India Pakistan

টানা পাঁচদিন সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার, প্রত্যাঘাত ভারতের, যুদ্ধে উসকানি দিচ্ছে পাকিস্তান?

ভারতে জঙ্গিদের প্রবেশের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ পাক সেনার?
Published By: Anwesha AdhikaryPosted: 08:45 AM Apr 29, 2025Updated: 08:54 AM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা পাঁচদিন নিয়ন্ত্রণরেখায় গুলি চালাল পাক সেনা। পহেলগাঁও হামলার দু'দিন পরে শিমলা চুক্তি বাতিল করে পাকিস্তান। তারপর থেকে প্রত্যেক দিনই পাক সেনার তরফে গুলি চলেছে সীমান্তে। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। জানা গিয়েছে, সোমবার সারারাত ধরে বিক্ষিপ্তভাবে গুলি চালিয়ে গিয়েছে পাকিস্তান। তবে দু'পক্ষের গুলির লড়াইয়ে হতাহতের খবর মেলেনি।

Advertisement

মঙ্গলবার সকালে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ২৮ এপ্রিল এবং ২৯ এপ্রিলের মধ্যবর্তী রাতে কোনও উসকানি ছাড়াই আচমকা গুলি চালিয়েছে পাক সেনা। কুপওয়ারা এবং বারামুলার নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চলেছে। এছাড়াও গুলি ছোড়া হয়েছে আখনুর সেক্টর লক্ষ্য করে। পাকিস্তানের এই উসকানিমূলক হামলার যথাযথযোগ্য পালটা দিয়েছে ভারতীয় সেনাও। তবে পাক সেনার গুলিতে হতাহতের খবর মেলেনি ভারতের তরফে।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরেই শিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান। ফলে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি কার্যত আর নেই। তাই গত পাঁচদিন ধরে রাতের অন্ধকারে বারবার গুলি চালানো শুরু করেছে পাকিস্তান। বাধ্য হয়েই পালটা দিয়েছে ভারত। তবে কোনওদিনই ভারতীয় সেনার তরফে প্রথমে গুলি চালানো হয়নি। তাই অনুমান করা হচ্ছে, এটি স্পেকুলেটিভ ফায়ারিংয়ের ঘটনা। অর্থাৎ ভারতীয় সেনার নজর অন্যদিকে ঘোরানোর জন্যই সামান্য গুলি চালিয়েছে পাকিস্তান। প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতে জঙ্গিদের প্রবেশের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ পাক সেনার?

উল্লেখ্য, ২৬ জনের রক্তে ভেসেছে ভূস্বর্গ। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রতিবাদে ফুঁসছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের উপর ‘কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’ করেছে নয়াদিল্লি। সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত। এছাড়াও বন্ধ ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে। সমস্ত পাকিস্তানিদের ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। এহেন উত্তপ্ত পরিস্থিতিতে পাক নেতাদের মুখে বারবার যুদ্ধের হুঙ্কার শোনা যাচ্ছে। তারই ফলশ্রুতি পাঁচদিন ধরে সীমান্তে হামলা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার সকালে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ২৮ এপ্রিল এবং ২৯ এপ্রিলের মধ্যবর্তী রাতে কোনও উসকানি ছাড়াই আচমকা গুলি চালিয়েছে পাক সেনা।
  • পহেলগাঁও হামলার পরেই শিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান। ফলে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি কার্যত আর নেই।
  • ২৬ জনের রক্তে ভেসেছে ভূস্বর্গ। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রতিবাদে ফুঁসছে ভারত।
Advertisement