shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

আসন নিয়ে বচসা, উত্তরপ্রদেশে চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার ৫

মৃতের নাম দীপক যাদব।
Published By: Subhodeep MullickPosted: 08:15 PM Jun 21, 2025Updated: 08:15 PM Jun 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন নিয়ে বচসার জের। চলন্ত ট্রেনেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফাকহারপুর রেল স্টেশনের কাছে। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপক যাদব। তাঁর বয়স ৩৯ বছর। এদিন রাতে তিনি দিল্লি-সাহারানপুর প্যাসেঞ্জার ট্রেনে করে দিল্লির বাঘপতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই তিনি কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের আসনকে কেন্দ্র করে প্রায় ১০ মিনিটেরও বেশি সময় ধরে তাঁদের বচসা চলে। এক পর্যায়ে ১৫-২০ জন যুবকের ওই দলটি দীপকের উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অন্যান্য যাত্রীরা তাঁকে বাঁচাতে গেলে অভিযুক্তরা তাঁদের উপরও চড়াও হন বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ট্রেনের ভিতরেই লুটিয়ে পড়েন দীপক। তারপরই ভয় পেয়ে অভিযুক্তরা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। ট্রেনটি খেকরা রেলস্টেশনে পৌঁছলে গুরুতর আহত অবস্থায় দীপককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রেল পুলিশের এক আধিকারিক উধাম সিং তলান বলেন, "ইতিমধ্যেই স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় ৫ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। দীপককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পরিষ্কার হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসন নিয়ে বচসার জের।
  • চলন্ত ট্রেনেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে।
  • শুক্রবার রাতে নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফাকহারপুর রেল স্টেশনের কাছে।
Advertisement