shono
Advertisement

এক ঝটকায় অনেকটা কমল পেট্রল ও ডিজেলের দাম

আন্তর্জাতিক তেলের বাজারে সার্বিকভাবে দাম কমার কারণেই এক ঝটকায় অনেকটা দাম পড়ল পেট্রল ও ডিজেলের৷ The post এক ঝটকায় অনেকটা কমল পেট্রল ও ডিজেলের দাম appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 AM Apr 01, 2017Updated: 03:50 PM Dec 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক বছরের শেষে দেশবাসীকে সুখবর দিল কেন্দ্র৷ এক ঝটকায় অনেকটা দাম কমল পেট্রল ও ডিজেলের৷ শুক্রবার মধ্যরাত থেকে ধার্য হয়েছে নয়া দাম৷ পেট্রলের দাম প্রতি লিটারে কমেছে ৩ টাকা ৭৭ পয়সা ও ডিজেলের দাম কমেছে ২ টাকা ৯১ পয়সা৷

Advertisement

[‘সরকার যথেষ্ট বেতন দেয়’, ঘুষ না দিতে বার্তা সরকারি অফিসারের]

গত আড়াই মাসে এই প্রথম এতটা দাম কমল পেট্রল ও ডিজেলের৷ কলকাতায় পেট্রোলের লিটার পিছু দাম ৬৮.৯৭ টাকা ও ডিজেল ৫৭.৮৬ টাকা৷ অন্যদিকে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৭১.১৪ টাকা এবং ডিজেল প্রতি দাম ৫৯.০২ টাকা৷ চলতি বছর ১৬ জানুয়ারি শেষবার দামে পরিবর্তন এসেছিল৷ সেবার প্রতি লিটার পেট্রলের দাম ৫৪ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ১.২০ টাকা বৃদ্ধি পেয়েছিল৷

[Jio গ্রাহকদের জন্য সুখবর, আরও তিন মাস বাড়ল ফ্রি পরিষেবা]

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক তেলের বাজারে সার্বিকভাবে দাম কমার কারণেই এক ঝটকায় অনেকটা দাম পড়ল পেট্রল ও ডিজেলের৷ উল্লেখ্য, কেন্দ্রের তরফে জানানো হয়েছিল নয়া আর্থিক বছরে দাম বাড়বে গাড়ি ও মোটরবাইকের৷ সেক্ষেত্রে পেট্রল ও ডিজেলের দাম কমা সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিল বলে মনে করা হচ্ছে৷

The post এক ঝটকায় অনেকটা কমল পেট্রল ও ডিজেলের দাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার